BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সিস্টেম না বদলালে শুধু লোক দিয়ে দেশ বদলাবে না : তথ্য উপদেষ্টা

সিস্টেম না বদলালে শুধু লোক দিয়ে দেশ বদলাবে না : তথ্য উপদেষ্টা

ঢাকা প্রতিনিধি: সিস্টেমের আমূল পরিবর্তন ছাড়া শুধু লোক বদলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, যারা আগুন লাগায় বা ককটেল বিস্ফোরণ ঘটায়, তারা আমাদের সবার অভিন্ন প্রতিপক্ষ।

উপদেষ্টা স্পষ্ট করেন যে, রাজনৈতিক বিশ্বাস যাই হোক না কেন, সহিংসতার মাধ্যমে কোনো ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব নয়।

সাম্প্রতিক সময়ে ডেইলি স্টার ভবনে অগ্নিকাণ্ডের সময় আটকে পড়া ২৮ জন সংবাদকর্মীকে উদ্ধারের রুদ্ধশ্বাস পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রধান লক্ষ্য ছিল সবাইকে নিরাপদে বের করে আনা। প্রো-অ্যাকটিভ না হওয়ায় গণমাধ্যমের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সরকার হিসেবে আমরা সেই বেদনা গভীরভাবে অনুভব করছি।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে পেশাদারিত্বের জায়গায় কোনো আপস করা চলবে না।

তিনি আক্ষেপ করে বলেন, বর্তমানে প্রতিটি মানুষের ওপর কোনো না কোনো রাজনৈতিক ট্যাগ বসিয়ে দেওয়ার এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে। কারো রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে, কিন্তু পেশাগত দায়িত্ব পালনের সময় তার প্রতিফলন ঘটানো যাবে না। গণতন্ত্র ও গণমাধ্যমকে একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, যারাই ভয়ের পরিবেশ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন।

পুরো ভেঙে পড়া একটি প্রশাসনিক সিস্টেম নিয়ে বর্তমান সরকারকে কাজ করতে হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের শুরু থেকেই ক্রাইসিস ম্যানেজমেন্ট বা সংকট মোকাবিলায় বড় ভূমিকা পালন করতে হচ্ছে।

নিজের বাসার সামনে ককটেল বিস্ফোরণের উদাহরণ দিয়ে তিনি বলেন, এই কমন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে হলে আমাদের একে অপরকে প্রতিপক্ষ ভাবলে চলবে না। সিস্টেম সংস্কারে সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই বলেও তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো. আকরাম হোসেন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আনন্দ আয়োজন তারেক রহমানের নেতৃত্বেই দেশে সংস্কৃতি বিপ্লব – দুলু কাউনিয়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত, সড়ক অবরোধ খাগড়াছড়িতে ১১টি ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক ইউক্রেনের রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ পাহাড়ি রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত-৭ প্রথম আলো-ডেইলি স্টার কার্যালয়ে হামলাকারীরা গণমাধ্যম ও সরকারের প্রতিপক্ষ : তথ্য উপদেষ্টা পিলখানা ট্রাজেডিতে নিহত ৫৭ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান ছোট ভাইয়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান ঘন কুয়াশায় যমুনা নদীতে পথ হারানো সেই বরযাত্রীবাহী নৌকাটি ৪৭ যাত্রীসহ উদ্ধার