নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর সাধুর মোড় এলাকায় পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে তাকে
গ্রেফতার করেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলামের দিকনির্দেশনায়, ওসি তদন্ত (ইন্সপেক্টর), মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে এসআই করিম, এসআই মহিউদ্দীন ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার মোঃ আল-মামুন সনেট (৩৮), তিনি নগরীর বোয়ালিয়া থানার কেদুর মোড় (বাসার রোড) এলাকার মোঃ আসলাম আলীর ছেলে। বর্তমানে তিনি সাধুর মোড় এলাকায় ভাড়া করা বাসায় পরিবার নিয়ে বসবাস করেন।
সনেটের পরিবার সূত্রে জানা গেছে, তিনি মাদকাসক্ত এবং সে তার পিতা, ভাই ও বোনের ওপর বিভিন্ন সময় নানা ধরণের অত্যাচার ও নির্যাতন করে থাকেন। এছাড়া সনেট চাইনিজ কুড়াল দিয়ে নিজের ছোট ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার মামলার পলাতক আসামি ছিলেন।
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম, নিজের ছোট ভাইকে কুপিয়ে গুরুতর আহত করা মামলার পলাতক আসামি সনেট। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়ার মাধ্যমে শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি। #















