বিটিসি স্পোর্টস ডেস্ক: সবশেষ বড় ট্রফি জয়ের পর পেরিয়ে গেছে পাঁচ বছর। লিগ শিরোপার দেখা নেই ২১ বছরের বেশি সময়। এবার এক মৌসুমেই চারটি ট্রফি জিততে চায় আর্সেনাল।
মৌসুমটা দুর্দান্ত শুরু করা দল এখন কোয়াড্রুপল জয়ের স্বপ্ন দেখছে, বললেন ডিফেন্ডার উইলিয়াম সালিবা।
২০২৩ সালে ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে হারিয়ে কমিউনিটি শিল্ড জয় করে আর্সেনাল। তবে সেটিকে তো আর উল্লেখযোগ্য ট্রফি ধরা হয় না। আর্সেনালের সবশেষ বড় ট্রফি তাই ২০২০ সালের এফএ কাপ।
ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ শিরোপার স্বাদ পেয়েছে তারা ২০০৩-০৪ মৌসুমে। লিগ কাপে সবশেষ ট্রফির দেখা পেয়েছে ১৯৯২-৯৩ মৌসুমে। চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি এখনও অধরা।
এবার এখনও পর্যন্ত চারটির লড়াইয়েই আছে তারা। টানা তিন মৌসুমে লিগে রানার্স আপ হওয়ার পর এবার ১৭ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় তারা শীর্ষে।
চ্যাম্পিয়ন্স লিগেও তারা একমাত্র দল, ছয় ম্যাচের সবকটি যারা জিতেছে। লিগ কাপে তারা পৌঁছে গেছে সেমি-ফাইনালে। এফএ কাপের তৃতীয় রাউন্ডে আগামী মাসে লড়বে তারা পোর্টসমাউথের সঙ্গে।
চারটি ট্রফি জয়ের সম্ভাবনা দেখেন কি না, এই প্রশ্নে সালিবা তাই চটপট জানিয়ে দিলেন নিজেদের প্রত্যাশার কথা,‘ হ্যাঁ, অবশ্যই। কারণ আমরা জানি, যে প্রতিযোগিতাগুলোয় আমরা খেলছি, সবকটিই জিততে পারি।
গত তিন মৌসুমে প্রিমিয়ার লিগে আমরা খুব কাছাকাছি গিয়েছি।
গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে ও লিগ কাপে সেমিতে খেলেছি। কাজেই আমরা জানি যে, সব টুর্নামেন্টই জিততে পারি। তবে সেটা মাঠেই দেখাতে হবে এবং এখন আমাদের ট্রফি জয় করা শুরু করতে হবে।’
চার ট্রফির মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ লিগ কাপ। তবে আপাতত এই শিরোপারই সবচেয়ে কাছাকাছি আছে তারা। দুই লেগের সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ চেলসি।
আর এই টুর্নামেন্টকেও দারুণ গুরুত্ব দিয়ে দেখছেন তারা। জানালেন মসালিবা,‘ লিগ কাপে আমরা এখন সেমিতে। তিনটি ম্যাচ বাকি আছে আমাদের।
জানুয়ারিতে চেলসির বিপক্ষে কাজটা করতে হবে আমাদের। বড় ম্যাচ এটি, বড় ডার্বি, কাজেই আমাদেরকে শক্ত পায়ে ছুটতে হবে। আমরা জানি যে, খুবই কাছাকাছি আমরা এবং গত মৌসুম থেকে শিক্ষা নিতে হবে।
ক্যারিয়ার শেষে যখন ট্রফি গুনব আমরা, লিগ কাপও তো সেখানে থাকবে। এখন যেহেতু সেমিতে উঠেছি, ট্রফি জয়ের সব চেষ্টাই আমরা করব, অন্য সব টুর্নামেন্টের মতোই।”
তবে কাছাকাছি যাওয়া বা এগিয়ে থাকা মানেই যে ট্রফি জয়ের নিশ্চয়তা নয়, তা ভালো করেই জানেন সালিবা। প্রিমিয়ার লিগে এবারের চেয়েও বেশি ব্যবধানে এগিয়ে থেকে আগে শিরোপা জিততে পারেনি তারা।
২৪ বছর বয়সী ফরাসি এই ডিফেন্ডার তাই বেশ সতর্ক।
“দলের আবহ দারুণ। তবে আমরা এখনও কেবল ডিসেম্বরে আছি এবং ফুটবলে অনেক কিছুই খুব দ্রুত ঘটে যেতে পারে। আমাদেরকে মনোযোগী থাকতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে এবং নিজেদের কাজ করে যেতে হতে হবে।
কারণ, দিনশেষে ট্রফি উঁচিয়ে ধরতে পারাই গুরুত্বপূর্ণ, আগের কোনোকিছুর মূল্য খুব একটা নেই।” #















