BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীর পদ্মার চরে ৪৬ লাখ টাকা মূল্যের ১৫টি ভারতীয় মহিষ জব্দ

রাজশাহীর পদ্মার চরে ৪৬ লাখ টাকা মূল্যের ১৫টি ভারতীয় মহিষ জব্দ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পদ্মা নদীর চরাঞ্চল থেকে ১৫টি ভারতীয় মহিষ জব্দ করেছে ব্যাটালিয়ন (১ বিজিবি)। জব্দকৃত মহিষগুলোর আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৫০ হাজার টাকা।

শুক্রবার (২৬ ডিসেম্বর), সকালে বিজিবি-১, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয় ।

বিজিবি জানায়, গত ২৪ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ খানপুর, তালাইমারি, খিদিরপুর ও শাহাপুর বিওপি’র সমন্বয়ে একটি আভিযানিক দল পদ্মা নদীর মিডিলচর এলাকায় পাচার রোধে চারটি বিওপি’র ৬০ জন বিজিবি সদস্য অভিযান চালায়। ওই সময় ভারতীয় মহিষ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মহিষগুলো বিভিন্ন স্থানে ফেলে পালিয়ে যায়।

পরে তল্লাশী চালিয়ে বিজিবি সদস্যরা ১৫টি ভারতীয় মহিষ জব্দ করে। বিধি মোতাবেক জব্দকৃত মহিষগুলো রাজশাহী শুল্ক অফিসে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, খানপুর বিওপি এলাকা থেকে ৪টি, তালাইমারি বিওপি থেকে ৫টি এবং খিদিরপুর বিওপি এলাকা থেকে ৬টি মহিষ জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের পরিচয় শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্তে চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
‘অভিনয়ের বিকল্প হিসেবে কাঠমিস্ত্রির কাজের কথা ভেবেছিলাম’ গৃহকর্মী হয়ে স্বস্তি পান মার্কিন অভিনেত্রী সিডনি সুইনি গুলিস্তানের ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’-এ আগুন নিয়ন্ত্রণে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করলেন তারেক রহমান বীর শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমান জিদানের সঙ্গে এমবাপের তুলনার সুযোগ দেখেন না লেবাফ চারটি ট্রফি জয়ের স্বপ্ন দেখছে আর্সেনাল ভারী তুষারপাতের সাক্ষী হতে যাচ্ছে নিউইয়র্ক সিটি সালমান খানের সবচেয়ে বয়স্ক নায়িকা, চিত্রাঙ্গদা বললেন… বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে অভিনেত্রী বললেন, মানুষ মাত্রই ভুল করে