BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

গ্ল্যামারাস লুকে নুসরাত, বললেন—‘সুন্দরভাবে বছরটি শেষ করছি’

গ্ল্যামারাস লুকে নুসরাত, বললেন—‘সুন্দরভাবে বছরটি শেষ করছি’

বিটিসি বিনোদন ডেস্ক: ঢাকার বাইরেই যেন এখন বেশির ভাগ সময় কাটাচ্ছেন নুসরাত ফারিয়া। বছরের শেষ সময় ও বড়দিনের ছুটিতে কানাডার টরন্টো এবং ওটায়ায় অবস্থান করছেন তিনি।

চলতি সফরে নায়িকার সঙ্গে দেখা গেছে, ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খানকেও।

সামাজিক মাধ্যমে শুক্রবার প্রকাশিত ছবিতে নুসরাতকে দেখা গেছে গ্ল্যামারাস লুকে।

অফ-শোল্ডার কালো গাউনে, খোলা চুলে উষ্ণ ভঙ্গিতে নায়িকা ক্যামেরার দিকে তাকিয়ে বসেছেন।

ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘সবচেয়ে সুন্দরভাবে বছরটি শেষ করছি।’

ভক্তরা ছবিগুলোতে প্রশংসা জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘নুসরাতকে দেখলে মনে হয় ক্লিওপেট্রার মতো সৌন্দর্য।

আরেকজন লিখেছেন, ‘গর্জিয়াস বিউটি অ্যান্ড কিউটি।’

ওটায়ার আরেকটি ছবিতে জায়েদ খানকে কালো লম্বা কোট, ব্যান্ডানা ও সানগ্লাসে দেখা গেছে, হাতে একটি ফুলের তোড়া নিয়ে। নুসরাত তার পাশে দাঁড়িয়ে হাস্যোজ্বল অবস্থায় ফ্রেমবন্দি হয়েছেন।

জানা গেছে, এই দুই তারকা আগামীকাল ২৭ ডিসেম্বর ওটায়ার প্রেস্টন ইভেন্ট সেন্টারে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন।

বিদেশের মাটিতে নুসরাত ফারিয়া ও জায়েদ খানের ঘোরাঘুরি ও বছরের শেষের উদযাপন এখন ভক্ত ও নেটিজেনদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ