BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পারস্য উপসাগরে ৪০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাংকার জব্দ করলো ইরান

পারস্য উপসাগরে ৪০ লাখ লিটার তেলসহ বিদেশি ট্যাংকার জব্দ করলো ইরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরীয় অঞ্চলে কেশম দ্বীপের কাছে একটি বিদেশি তেল ট্যাংকার জব্দ করেছে ইরান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ট্যাংকারটিতে ৪০ লাখ লিটার চোরাচালানকৃত জ্বালানি ছিল।

কর্তৃপক্ষ জাহাজটির নাম বা সেটি কোন দেশের তা প্রকাশ করেনি।

তারা জানিয়েছে, ১৬ জন বিদেশি ক্রু সদস্যকে ফৌজদারি অভিযোগে আটক করা হয়েছে।

ইরানের সংবাদমাধ্যমগুলো জব্দকৃত ট্যাংকারের ভিডিও ফুটেজ এবং ছবি প্রকাশ করেছে।

ইরান গত সপ্তাহেও বলেছিল, তারা ওমান উপসাগরে ৬০ লাখ লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী আরেকটি বিদেশি ট্যাংকার জব্দ করেছে।

প্রসঙ্গত, ইরানের জ্বালানির দাম বিশ্বের মধ্যে সর্বনিম্ন। তাই প্রতিবেশী দেশগুলোতে স্থলপথে এবং উপসাগরীয় দেশগুলোতে সমুদ্রপথে ব্যাপক জ্বালানি পাচার হয়ে যাচ্ছে। দেশটি এসব পাচার রোধ করার চেষ্টা করছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ