BTC News | বিটিসি নিউজ

অনুষ্ঠানে থাকলেও জুলাই সনদে সই করেনি গণফোরাম

অনুষ্ঠানে থাকলেও জুলাই সনদে সই করেনি গণফোরাম
বিশেষ (ঢাকা) প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থেকেও সনদে সই করেনি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরাম। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৫টি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করে।
তবে গণফোরাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং চারটি বাম দল এতে সই করেনি।
গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘সংবিধানের ১৫০(২) অনুচ্ছেদ বিলুপ্ত করার প্রস্তাব এবং পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তফসিল বাদ দেওয়ার বিষয়ে আমাদের আপত্তি ছিল।
আমরা বলেছিলাম—এগুলো সংশোধন করা হলে সই করব। আমাদের আশ্বস্ত করা হয়েছিল, কিন্তু অনুষ্ঠানে গিয়ে চূড়ান্ত কপি না পেয়ে আমরা স্বাক্ষর থেকে বিরত থাকি।’
তিনি আরও বলেন, ‘বৃষ্টির পরে আমরা চূড়ান্ত কপির বই পেয়েছি। কমিশন জানিয়েছে যে এটি সংশোধন করা হয়েছে। এখন আমরা পর্যালোচনা করে পরে সই করব।’
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, পরবর্তী সময়েও সনদে স্বাক্ষর করার সুযোগ রয়েছে।
গণফোরাম নেতা মিজানুর রহমান বলেন, ‘আমাদের কিছু নোট অব ডিসেন্ট আছে—বিশেষ করে সংবিধানের চার মূলনীতি, বাঙালি জাতীয়তাবাদসহ কিছু বিষয়ে। এগুলো নিয়েও আমরা আলোচনায় আছি এবং ইতিবাচকভাবে বিষয়টি নিচ্ছি।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
জুলাইযোদ্ধাদের সঙ্গে বৈঠক জাতীয় ঐকমত্য কমিশনের খুব তাড়াতাড়ি বিমানবন্দরের ই-গেট খুলে দেব : স্বরাষ্ট্র উপদেষ্টা পবা থানার বিউটি বেগম হত্যা মামলায় এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান রাশিয়ার দখলে ইউক্রেনের আরও এক শহর! যুক্তরাষ্ট্র-রাশিয়ার টানেলের ধারণাকে ‘চমৎকার’ বললেন ট্রাম্প, খুশি হননি জেলেনস্কি রুশ তেল কেনা বন্ধ না করলে উচ্চ শুল্ক আরোপ, মোদিকে ফের হুমকি ট্রাম্পের যুদ্ধবিরতির পর ৮০ বার চুক্তি লঙ্ঘন, ৯৭ ফিলিস্তিনিকে হত্যা ইসরাইলের দক্ষিণ লেবাননে ‘হিজবুল্লাহকে’ লক্ষ্য করে ইসরাইলের হামলা আবারও প্রধানমন্ত্রী পদে নির্বাচনের ঘোষণা নেতানিয়াহুর ৪৮ ঘন্টার মধ্যে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত খুলে দেয়ার সম্ভাবনা