রংপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসকে ধাক্কা: নিহত ৬

 

রংপুর ব্যুরো: রংপুরের শলেয়াশাহ এলাকায় মাহসড়কে বিকল হয়ে যাওয়া দাড়িয়ে থাকা একটি বিআরটিসির দ্বিতল বাসকে বালু বোঝাই ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৬ পোশাক শ্রমিক নিহত এবং ৩ জন আহত হয়েছে। শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে। এরমধ্যে নিশাত(২০) এবং সাজ্জাদ(১৯)  নামের দুই জনের পরিচয় পাওয়া গেছে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহিল কাফি জানান, শনিবার ভোররাতে দিনাজপুর থেকে ঢাকাগামী বিআরটিসি’র দোতলা ঈদ স্পেশাল বাস রংপুর-দিনাজপুর মহাসড়কের রংপুর সদর উপজেলার সলেয়াশাহ্ এলাকায় পৌছালে চাকা পাংচার হয়। মহাসড়কে চাকা মেরামতের সময় ওই দোতালা বাসে সিগন্যাল লাইট ছিল না।

এতে দিনাজপুর থেকে ছেড়ে আসা বালু বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বাসে থাকা দুই নারীসহ ৬ জন নিহত হয়। নিহতের লাশ তারাগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহত ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ২ জনকে স্বজনরা দিনাজপুর মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেছে।

হাইওয়ে ওসি আরও জানান, নিহত দুই জনের নাম পাওয়া গেছে। বাকীদের এখনও কেউ পরিচয় সনাক্তের জন্য আসে নি। সবাই পোশাক কর্মী হওয়ায় স্বজনরা হয়তো ভেবেছে ঢাকা পৌছার পর খোজ নিবে। সেকারনে পরিচয় সনাক্তে বিলম্ব হচ্ছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.