BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কাপ্তাই হ্রদে ১৯জন পর্যটকবাহী নৌকা (ইঞ্জিনচালিত) ডুবি

কাপ্তাই হ্রদে ১৯জন পর্যটকবাহী নৌকা (ইঞ্জিনচালিত) ডুবি

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ১৯জন পর্যটক বহনকারী একটি নৌকা (ইঞ্জিনচালিত) উল্টে গেলে সকল পর্যটক পানিতে পড়ে যায়। তবে অল্পের জন্য সকলে প্রাণে রক্ষা পেয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাঙ্গামাটির শীলছড়িমুখ রাঙাব্যাস ক্যাম্পের নিকটবর্তী এলাকায় নৌযানটি উল্টে যায়।

নৌকা ডুবির ভিডিওটি সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চারদিক ঘটনাটি জানাজানি হয়। ভিডিওটিতে দেখা গেছে ডুবে যাওয়া নৌকাটিতে নারী-শিশু ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী রূপায়ণ চাকমা বলেন, দুর্ঘটনায় কবলিত নৌযানটি সুবলং পর্যটনকেন্দ্র থেকে রাঙ্গামাটি শহরে ফিরছিল। পর্যটকদের বেশির ভাগই নৌকার ছাদে অবস্থান করেছিলেন। কারো সাথে লাইফ জ্যাকেট ছিল না। নৌযানটি রাঙাব্যাশ ক্যাম্পের কাছে এসে উল্টে যায়। ধারণা করা হচ্ছে, চালকের অদক্ষতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

রূপায়ণ চাকমা আরও বলেন, দুর্ঘটনার পরপরই আমরা দুটি স্পিডবোট দিয়ে কয়েকজনকে উদ্ধার করেছি। এছাড়া ওই পর্যটকদের উদ্ধারে পাশে থাকা কয়েকটি নৌযানও দ্রুত এগিয়ে এসে পর্যটকদের উদ্ধারে সহযোগিতা করে।

পর্যটক উদ্ধারে অংশ নেওয়া ‘এম এল সুমি’ লঞ্চটির মাস্টার মো. কামাল বিটিসি নিউজকে বলেন, নৌযানটিতে পর্যটকদের দুটি দলের ১৯জন ছিলেন। এর মধ্যে চারটি শিশু। ওই পর্যটকেরা পাবনা ও চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিতে বেড়াতে এসেছেন। দুর্ঘটনার পর সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের রাঙ্গামাটি শহরে নিয়ে আসা হয় বলে জানান তিনি।

রাঙ্গামাটি পর্যটন ঘাটের ম্যানেজার ফখরুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, আমরা বোটের ক্যাপাসিটি, পর্যটকদের লাইফ জ্যাকেট পড়ানো সবকিছু দেখে ট্যুরিস্ট বোট পরিচালনা করি। গতকালক যে বোটটি ডুবে গেছে সেটি আমাদের না। তবে লাইফ জ্যাকেট না পড়ে পর্যটকদের কাপ্তাই হ্রদ ভ্রমণ না করতে নিরুৎসাহিত করছেন তিনি।

রাঙ্গামাটি ট্যুরিস্ট পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম বিটিসি নিউজকে বলেন, পর্যটকদের লাইফ জ্যাকেট ছাড়া কাপ্তাই হ্রদ ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। এ বিষয়ে আমরা কাজ করছি। এরপরও আমি বলবো সতর্ক থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাঙ্গামাটি প্রতিনিধি মো. মাজহারুল করিম মাজেদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান সীমান্ত এলাকা থেকে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার রূপগঞ্জের পূর্বাচলে পরিচ্ছন্ন কার্যক্রম নারায়ণগঞ্জ বিএনপি নেতাকর্মীদের তারেক রহমানকে স্বাগত জানাতে জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি জিয়াউর রহমানের কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান তারেক রহমানের বাসার সামনে প্রস্তুত বিশেষ বুলেট প্রুফ গাড়ি মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত-১০ তারেক রহমানের প্রত্যাবর্তন-সংবর্ধনা ঘিরে জনদুর্ভোগের জন্য বিএনপি’র দুঃখ প্রকাশ তুরস্কে ১১৫ জন সন্দেহভাজন আইএস সদস্য গ্রেপ্তার ইসরায়েলি বিমান হামলায় লেবাননে নিহত-৩