BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বাসচাপায় পথচারীর মৃত্যু, বাসে ক্ষুব্ধ জনতার আগুন

কুমিল্লায় বাসচাপায় পথচারীর মৃত্যু, বাসে ক্ষুব্ধ জনতার আগুন

কুমিল্লা ব্যুরো: কুমিল্লার বুড়িচং উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত হয়ে ওই বাসে ক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় অংশে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম সিরাজুল হক। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার বাসিন্দা।

স্থানীয়রা বিটিসি নিউজকে জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের বুড়িচং উপজেলাধীন কাবিলা এলাকায়, একতা পরিবহনের একটি বাস পথচারী সিরাজুল হককে (৯০) চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, কোরপাই এলাকায় স্থানীয়রা ব্যারিকেড দিয়ে সেটি আটকায়। পরে যাত্রীদের নামিয়ে বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মুমিন বিটিসি নিউজকে জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।

আগুনে পুড়ে যাওয়া বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কুমিল্লা ব্যুরো প্রধান আব্দুল্লাহ আল মানছুর। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ