BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোরে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা, অভিযুক্ত আটক

নাটোরে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যা, অভিযুক্ত আটক

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার শোভদিয়ার পাড়াএলাকার রেল লাইনের পাশে এ ঘটনা ঘটে।

নিহত তান্নিখাতুন (২০) লালপুর উপজেলার নাবীরপাড়া এলাকার জিল্লুর রহমানের মেয়ে।

অভিযুক্ত রবিন হোসেন (২৩) একই উপজেলার চন্ডিগাছা এলাকার কসিম উদ্দিনের ছেলে। তিনি সেনাবাহিনীর একজন সদস্য বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, প্রায় দুই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তান্নি ও রবিনের বিয়ে হয়। তবে দাম্পত্য জীবনে কলহের জেরে ছয় মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। বুধবার বিকেলের বিনতান্নিকে শোভদিয়ার পাড়া এলাকায় ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে লালপুর থানাপুলিশ ঘটনা স্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নেয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান বিটিসি নিউজকে জানান, ঘটনাস্থল রেলওয়ে এলাকারমধ্যে হওয়ায় বিষয়টি রেলওয়ে পুলিশের এখতিয়ার। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ