BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বড়দিন উপলক্ষ্যে মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার

বড়দিন উপলক্ষ্যে মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করলেন আরএমপি পুলিশ কমিশনার

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে যীশু খ্রিস্টের জন্মদিন (শুভ বড়দিন) উপলক্ষ্যে আজ ২৫ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার ড. মো. জিল্‌লুর রহমান মহানগরীর বিভিন্ন গির্জা পরিদর্শন করেন।

এসময় তিনি কাশিয়াডাঙ্গা থানার বাগানপাড়া এলাকায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জা এবং রাজপাড়া থানার সিটি চার্চ পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ কমিশনার ধর্মযাজকবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মাবলম্বী সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পুলিশ কমিশনার আরএমপি’র পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপনের আহ্বান জানান। তিনি কেক কাটায় অংশগ্রহণ করেন এবং গির্জায় উপস্থিত শিশুদের নিজ হাতে কেক কেটে খাওয়ান। এসময় গির্জাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। উপস্থিত ধর্মপ্রাণ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন আইনশৃঙ্খলা রক্ষায় আরএমপি’র গৃহীত নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন।

এছাড়াও আজ বিকেল সাড়ে ৩টায় পুলিশ কমিশনার মহোদয় শাহমখদুম থানাধীন ওমরপুরস্থ বিশপ হাউস পরিদর্শন করবেন।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) চলতি দায়িত্বে জনাব মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএমসহ আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ভারতে বাসে আগুন, প্রাণ গেল ১০ জনের উত্তর কোরিয়ার প্রথম পারমাণবিক সাবমেরিনের নতুন ছবি প্রকাশ চাঁপাইনবাবগঞ্জে নানান আয়োজনে মধ্য দিয়ে বড়দিন উদযাপন শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সান্তাহার পুরাতন কাপড়ের বাজারে মানুষের উপচে পড়া ভীড় সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার-৩ ফটিকছড়িতে অস্তিত্ব বিপন্নের পথে হালদা নদী! সিদ্ধিরগঞ্জে কোটি টাকার নকল নন জুডিশিয়াল-রেভিনিউ স্ট্যাম্প সহ আটক-২ জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও কম্বল জব্দ রাজশাহী নগরীজুড়ে চুরি-ছিনতাই সহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত চেকপোষ্ট পরিচালনা শীতের কুয়াশায় খেজুর রসে বাড়ছে বাদুড়ের আনাগোনা