BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মস্কোতে বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তা নিহত

মস্কোতে বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তা নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, মস্কোতে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামাতে গিয়ে রাতভর ঘটে যাওয়া বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

এক বিবৃতিতে বুধবার রাশিয়ার তদন্ত কমিটি জানায়, ঘটনাটি এমন এক স্থানের কাছাকাছি ঘটেছে যেখানে চলতি সপ্তাহের শুরুতে এক রুশ জেনারেল বিস্ফোরণে নিহত হন।

বিবৃতিতে বলা হয়, পুলিশ সদস্যরা যখন তাদের সার্ভিস গাড়ির কাছে থাকা সন্দেহভাজন ব্যক্তির দিকে এগোচ্ছিলেন, তখনই ‘একটি বিস্ফোরক যন্ত্র সক্রিয় হয়’। তদন্তকারীরা ঘটনাস্থল ঘিরে রেখে ফরেনসিক পরীক্ষা চালাচ্ছেন।

রুশ টেলিভিশনে প্রচারিত ছবিতে এলাকাজুড়ে ব্যাপক পুলিশ উপস্থিতি দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বিস্ফোরণটি ঘটে।

বিস্ফোরণস্থলটি সেই জায়গার কাছেই, যেখানে সোমবার লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ একটি পার্ক করা গাড়ির নিচে পুঁতে রাখা বিস্ফোরকে নিহত হন। তিনি রুশ জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে রাশিয়া ও ইউক্রেনের দখলকৃত এলাকাগুলোতে রুশ সামরিক কর্মকর্তা ও ক্রেমলিন–ঘনিষ্ঠ ব্যক্তিদের লক্ষ্য করে একাধিক হামলার জন্য কিয়েভকে দায়ী করা হয়েছে। কিছু হামলার দায় ইউক্রেন স্বীকারও করেছে।

এদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার এক সূত্র নিহত পুলিশ সদস্যদের ‘নির্মূল’ হওয়াকে স্বাগত জানায়। তারা প্রমাণ না দেখিয়েই দাবি করে, ওই পুলিশ সদস্যরা ইউক্রেনে যুদ্ধ করেছে এবং ‘ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের নির্যাতন করেছে’।

একই সঙ্গে সূত্রটি জানায়, হামলাটি ‘একজন স্থানীয় বাসিন্দা’ চালিয়েছে এবং এতে তাদের কোনো সম্পৃক্ততার দাবি করা হয়নি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লিবিয়ার সেনাপ্রধান তুরস্কের রাজধানীর কাছে বিমান দুর্ঘটনায় নিহত আসামে আদিবাসীদের সঙ্গে বাঙালি-বিহারীদের সংঘর্ষে দুজন নিহত এপ্রিল থেকে নতুন মালিকানায় চলবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ইতিহাসে সবচেয়ে ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের মস্কোতে বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তা নিহত সমুদ্র পরিবহনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-পাকিস্তান অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ নয়, নিজস্ব অর্থায়নে প্রকল্পে জোর দেশে ফেরার পর প্রথম ৩ দিন যেসব কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান ‘ইন্টারনেট এক মিনিটও বন্ধ হবে না,’ টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদন সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বেড়েছে ২৪ হাজার কোটি টাকা : প্রেস সচিব