BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহীর -৪ (বাগমারা) আসনে সংসদ সদস্য পদে ৮ জন মনোনয়ন ফরম উত্তোলন

রাজশাহীর -৪ (বাগমারা) আসনে সংসদ সদস্য পদে ৮ জন মনোনয়ন ফরম উত্তোলন

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর-৪ (বাগমারা) আসনের ত্রয়োদশ সংসদ সদস্য পদে বুধবার (২৪) ডিসেম্বর) পর্যন্ত ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। আজ সকাল ১১টা হতে পৃথক পৃথক ভাবে বিএনপির মনোনয়ন বঞ্চিত ৩ জন ও এনসিপির ১ জন ও জামায়াতের মনোনীত ১ জন মনোনয়ন ফরম উত্তোলন করেন। বিকাল ৪টার দিকে জামায়াতের মনোনীত প্রার্থী জেলা সুরা কর্মপরিষদ সদস্য ডা: আব্দুল বারী সরদার মনোনয়ন উত্তোল করেন।

এছাড়া একই দিনে দুপুরের দিকে পৃথক পৃথক ভাবে বিএনপির মনোনয়ন বঞ্চিত ৩ জন ও এনসিপির ১ জন মনোনয়ন ফরম উত্তোলন করে।

এ নিয়ে বাগমারায় সংসদ সদস্য পদে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান জিয়াসহ বিএনপির মনোনয়ন বঞ্চিত ৬ জন জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। জামায়াতের মনোনীত ১ জন ও এনসিপির ১ জন ফরম উত্তোলন করে।

গতকাল বিকালে জেলা কর্মপরিষদের সুরা সদস্য জাময়াতের নেতাকর্মীদের নিয়ে পক্ষে সহকারী রিটানিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল ইসলাম এর কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার আব্দুল আহাদ কবিরাজ, উপজেলা জামায়াতের আমীর কামরুজ্জামান হারুন, সেক্রেটারী অধ্যাপক অহিদুল ইসলাম।

এছাড়া দুপুর ১২টার দিকে বাগমারায় জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন বঞ্চিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক আব্দুল গফুর ও তার ছেলে সাবেক মেজর আব্দুল্লাহ আল ফারাবীর পক্ষে মনোনয়ন উত্তোলন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবি দলের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুনাক্কা, পৌর কৃষকদলের আহবায়ক সাজ্জাদ হোসেন, পৌর কৃষকদলের ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, যুবদল নেতা আতিকুর রহমান। একই ভাবে উপজেলা বিএনপি নেতা ব্যারিষ্টার সালেকুজ্জামন সাগর ও এনসিপির পক্ষে সংসদ সদস্য প্রার্থী এনসিপির জেলা সিনিয়র সদস্য সচিব মীর ফারুক হোসেন মনোনয়ন গ্রহণ করেন।

এ সময় তার সংগে ছিলেন, উপজেলা প্রধান সমন্বয়ক মাষ্টার মুরতুর্জা, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, ছাত্র সমন্বয়ক মোতালেব হোসেন, যুগ্ম সদস্য সচিব মোস্তাক ওয়াদুদ।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে বিএনপির প্রাথমিক মনোনীত উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া মনোনয়ন গ্রহণ করেন।

এছাড়া রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল ও ড: জাহিদ দেওয়ান শামীমের পক্ষে বাগমারা উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা মাহবুবুল ইসলাম নিকট মনোয়নপত্র সংগ্রহ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লিবিয়ার সেনাপ্রধান তুরস্কের রাজধানীর কাছে বিমান দুর্ঘটনায় নিহত আসামে আদিবাসীদের সঙ্গে বাঙালি-বিহারীদের সংঘর্ষে দুজন নিহত এপ্রিল থেকে নতুন মালিকানায় চলবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস ইতিহাসে সবচেয়ে ভারী স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের মস্কোতে বিস্ফোরণে ২ পুলিশ কর্মকর্তা নিহত সমুদ্র পরিবহনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-পাকিস্তান অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ নয়, নিজস্ব অর্থায়নে প্রকল্পে জোর দেশে ফেরার পর প্রথম ৩ দিন যেসব কর্মসূচিতে যোগ দেবেন তারেক রহমান ‘ইন্টারনেট এক মিনিটও বন্ধ হবে না,’ টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদন সংশোধিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বেড়েছে ২৪ হাজার কোটি টাকা : প্রেস সচিব