নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পদ্মার চরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ ভারতীয় MONOGOLD কফ সিরাপ, BRONCOF-C কাশির সিরাপ ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় দামকুড়া থানাধীন সোনাইকান্দি পদ্মারচর সীমান্ত থেকে এসব ভারতীয় কফ সিরাপ ও নৌকা জব্দ করেন রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) অধীনস্থ সোনাইকান্দি বিওপির সদস্যরা।
এ সময় বিজিবির টহল দলকে দেখতে পেয়ে চোরাকারবারিরা নৌকা থেকে নদীতে ঝাঁপ দিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে থেকে দুইটি প্লাস্টিকের বস্তায় ১৯৩ বোতল নিষিদ্ধ ভারতীয় MONOGOLD কফ সিরাপ এবং ৫ বোতল BRONCOF-C কাশির সিরাপ ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, জব্দকৃত নিষিদ্ধ কফ সিরাপ ও নৌকাটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #















