আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক দুটি অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ মোট ৩ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে।
আজ দুপুর সাড়ে ৩টার দিকে আরএমপি ডিবির পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. সাহাব উদ্দীন-আল-ফারুক ও তাঁর টিম কাশিয়াডাঙ্গা থানার চারখুটার মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এ সময় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেব পাড়া এলাকায় নিজ বাড়িতে ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের সময় মোসা. নীলা খাতুন (২৫) ও মোসা. পারভীন বেগম (৩৭) কে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৫৮০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত নীলা খাতুন মো. বাবু সরকারের মেয়ে এবং পারভীন বেগম মো. ফটিক সরকারের স্ত্রী। উভয়েই রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম পীর সাহেব পাড়া এলাকার বাসিন্দা।
অপরদিকে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে আরএমপি ডিবির পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. শাহ আলী মিয়ার নেতৃত্বে একটি টিম রাজপাড়া থানার দাশপুকুর মোড় এলাকায় দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার ডিঙ্গাডোবা নিমতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত মো. বিল্লাল (৩৭) কে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত বিল্লাল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর (আইডি বাগানপাড়া) এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদ প্রেরক মো: গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। #















