BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচন নিয়ে যড়যন্ত্রকারীদের সব কিছু ২৫ ডিসেম্বর বিনষ্ট হয়ে যাবে : মিলন

নির্বাচন নিয়ে যড়যন্ত্রকারীদের সব কিছু ২৫ ডিসেম্বর বিনষ্ট হয়ে যাবে : মিলন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা, স্বাগত মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চিকিৎসার জন্য যিনি আঠারো বছর পূর্বে লন্ডনে গিয়েছিলেন। সেই তারেক রহমান ২৫ ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

তার আগমন উপলক্ষে বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বায়ায় স্বাগত মিছিল হয়েছে। এরপর পবা বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকেলে নওহাটা মহিলা কলেজ মাঠে দোয়া মাহফিল ও তারেক রহমানকে স্বাগত জানানোর আয়োজন করার জণ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শফিকুল হক মিলন বলেন, গত বছরের ৫আগস্টের আগে অনেকেই বিএনপি করা ছেড়ে দিয়েছিলো।

তারা মনে করেছিলো কিনা কি হয়। কিন্তু পবা-মোহনপুর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা কখনো কোথাও যায়নি। তারা সর্বদা জাতীয়তাবাদী দলের প্রতি আনুগত্য ছিলো, এখনো আছে বলে জানান তিনি।

তিনি বলেন, আজকে বাংলাদেশে রাজনীতির ভিন্ন পটভূমি হয়েছে। লড়াই সংগ্রাম করে ফ্যাসিস্ট সরকারকে বিতারিত করা হয়েছে। খুনি হাসিনা জীবন বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর এরজন্য যারা ত্যাগ স্বীকার করেছেন তাদের ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশ নিয়ে ও নির্বাচন নিয়েও অনেক ষড়যন্ত্র চলছে। “নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে, ইস্তেহার ঘোষান হয়ে গেছে। নির্বাচন থামিয়ে দেয়া আল্লাহ ছাড়া অন্যকোন অপশক্তি নাই বলে উল্লেখ করেন তিনি। যারা মনে করছে ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করবে তাদের সকল ষড়যন্ত্র ২৫ তারিখ বিনষ্ট হয়ে যাবে। আর সেদিনই তারেক রহমান নিজ ভূমিতে পদার্পন করবেন। এজন্য দেশের মানুষ সাজ সাজ রবে আছে। তারেক রহমান বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। দেশ নিয়ে ষড়যন্ত্র হলে দেশের মানুষ বসে থাকবে না। সমুচিত জবাব দেবে বলে জানান তিনি।

যে কোন সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে উল্লেখ করে তিনি বলেন বিএনপি কোন আধিপত্যবাদী স্বৈরতন্ত্রের সাথে আপোষ করেন না। তিনি স্বাধীনতার পর থেকে এই পবার নির্বাচন নিয়ে কথা বলেন।

তিনি বলেন, বেগম জিয়া এই আসনসহ ২৩টি আসনে নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন। এই আসনে এমরান আলী সরকার, কবীর হোসেন ও মিজানুর রহমান মিনু নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন। এজন্য নির্বাচন কিভাবে করতে তা তারা জানেন বলে উল্লেখ করেন তিনি।

জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে তিনি বলেন, মা-বোনদের বিপথে নিয়ে কোন লাভ হবেনা। তাদের ভুলভাল বুঝিয়ে দাড়িপাল্লায় ভোট দিতে প্রলুদ্ধ করে কোন লাভ নাই। দাড়ি পাল্লায় যদি ভোট দিয়ে বেহেস্ত পাওয়া যায় তাহলে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন, তাহলে তাঁর অবস্থা কি হবে বলে প্রশ্ন করেন তিনি। সেইসাথে ধর্ম নিয়ে ব্যবসা না করার আহ্বান জানান মিলন। বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে খেলতে নিষেধ করেন তিনি।

তিনি বলেন, বেহেস্ত পেতে হলে আল্লাহহুকুম আহকাম ও নবী করিম (সা.) এর আদর্শ ও নির্দেশ মেনে চলতে হয়।

জামায়াতকে উদ্দেশ্যে করে তিনি আরো বলেন, তারেক রহমানের মত হতে অনেক বড় কলিজা লাগে। তারেক রহমান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য করার কথা বলেছেন। সংসদ নির্বাচনে কোন পিআর পদ্ধতি হবেনা। এটা হবে উচ্চ কক্ষে। সেখানে পিআর পদ্ধতির মাধ্যমে সদস্য নির্বাচিত করা হবে। আর এটা করবেন নির্বাচিত সংসদ সদস্যরা।

তিনি আরো বলেন, যারা আয়নাঘর তৈরী করেছিলো। তারেক রহমান বলেছেন, পাখির মত মানুষকে মারলো, টাকা পাচার করলো এবং অপকর্ম করলো তাদের বিচার করতে জাতীয় সরকার গঠন করা হবে। পবা-মোহনপুরে কোন গ্রুপিং নাই। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পরে বেগম জিয়ার সুস্থতার কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে পবা উপজেলার বায়া বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বায়া বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সভায় সভাপতিত্ব করেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন।

নওহাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল ইসলাম পিটারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রায়হানুল আলম রায়হান।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান বলেন,“তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মানে শুধু একজন নেতার দেশে ফেরা নয়, এটি গণতন্ত্রের বিজয়ের প্রতীক। মিথ্যা মামলা, অপপ্রচার আর রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে তাকে দীর্ঘদিন নির্বাসনে রাখা হয়েছে। কিন্তু দেশের মানুষের হৃদয় থেকে তাকে মুছে ফেলতে পারেনি ক্ষমতাসীনরা। নির্বাচনকে বানচাল করার যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”

তিনি বলেন,“রাজশাহী-৩ আসন বিএনপির শক্ত ঘাঁটি। ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে হবে। সকল অপকর্ম ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তারেক রহমান কেবল একটি নাম নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামের জীবন্ত প্রতীক। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরবেন এটি দেশের মানুষের প্রত্যাশা।”

সভায় উপস্থিত ছিলেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সদস্য শাহাদত হোসেন, কামরুজ্জামান হেনা, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ ও আব্দুস সালাম, নওহাটা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুনুল সরকার জেড, কাটাখালী পৌর বিএনপির সদস্য সচিব নাজমুল হক, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদা বেগম ও সাংগঠনিক সম্পাদক রিতা খাতুন, নওহাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানসহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত স্বাগত মিছিলে বক্তব্য দেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব শাহরিয়ার আলম বিপুল, জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি এবং নওহাটা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মিলন।

এসময় বক্তারা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন আন্দোলনরত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম করবে। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। #

 

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
ফুড সেফটি নিশ্চিত না হলে মাছের উৎপাদন বাড়ানোর অর্থ নেই : মৎস্য উপদেষ্টা লন্ডন থেকে কখন ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান খুলনায় এনসিপি নেতাকে গুলি: জানা গেল আটক সেই নারীর পরিচয় বকশীগঞ্জ পৌরসভার জনগুরুত্বপূর্ণ দুই রাস্তার সংস্কার কাজের উদ্বোধন  নির্বাচন নিয়ে যড়যন্ত্রকারীদের সব কিছু ২৫ ডিসেম্বর বিনষ্ট হয়ে যাবে : মিলন বিএনপি নেতা বিরু মোল্লা হত্যা মামলার প্রধান আসামি জহুরুল গ্রেপ্তার; অস্ত্র-গুলি জব্দ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছেন ৫০ হাজারেরও বেশি নেতাকর্মী রুয়েটে বেলুন ও পায়রা উড়িয়ে আরপিএল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন নবীগঞ্জে মোবাইল কোর্টে কৃষিজমি থেকে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা Huawei Hosts Tower Riggers’ Safety Awareness Program