ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুর ইসলামপুরের নাম করন অনুুসারে ইসলাম শাহ উরফে পাগলা বাবার ৭ দিনব্যাপী উরস মোবারক উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, মা বারই রানী মাজারের উরস শেষে প্রতি বছরের ন্যায় ২২ ডিসেম্বর রাতে আশেকান জাকেরান ভক্তবৃন্দদের নিয়ে ৭ দিন ব্যাপী উরস মোবারকের উদ্বোধন করা হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও আশেকানদের নিয়ে দরবার শরিফ কমিটির সহ সভাপতি টিটু খান লোহানী ভান্ডারীর সভাপতিত্বে এতে জেলা বিএনপির সহ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, শিক্ষক আঃ মমিন চিশতী, উরস শরিফ কমিটির সাধারণ সম্পাদক আবির আহমেদ বিপুল মাস্টার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুদুজ্জামান লুলুসহ অন্যান্যরা উরস মোবারকের উদ্বোধন করেন।
মাজার উদযাপন কমিটির ও বক্তবৃন্দরা জানান,এই মাজারে মাছ মাংস নিষিদ্ধ। এখানে বিগত কখনই মাছ মাংস রান্না করা হয়নি। এখানে প্রতিনিয়ত পায়েস ও সবজি ভাত ছাড়া অন্য কিছু খাওয়া হয়না।
এসময় অনেকেই জানান-এখানে কেউ মানত করলে তার বিফল হয়না।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #















