BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

তারেক রহমানের নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় যাত্রী হতে চাই – শাহ মো: ওয়ারেছ আলী মামুন

তারেক রহমানের নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় যাত্রী হতে চাই – শাহ মো: ওয়ারেছ আলী মামুন

জামালপুর প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত, উন্নত-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় আমরা যাত্রী হতে চাই। সে যাত্রায় এদেশের ছাত্র, তরুণ ও যুবসমাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কিন্তু গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে যে নির্বাচনের স্বপ্ন আমরা দেখছি সে নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র চলছে। ইসলামী ছাত্র শিবির এখন ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে। যে ছাত্র শিবির স্বৈরাচার আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্র শিবিরের আদর্শ থেকে সরে গিয়ে ছাত্রলীগের আদর্শকে ধারণ করে স্বৈরাচার ও সন্ত্রাসীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে তার কখনও আদর্শের কথা বলতে পারে না।

সোমবার (২২ ডিসেম্বর) শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে জেলা ছাত্রদল আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা পাক বাহিনীর দালালি করে আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করিয়েছে, আমাদের মা-বোনদের ধরে নিয়ে পাক বাহিনী দ্বারা ধর্ষণ করিয়েছে, তারা কখনই বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের শক্তি হতে পারে না। ২০২৪ এর গণ আন্দোলনকে আমরা কখনই অবজ্ঞা করি না। গণঅভ্যূত্থানে যাদের ত্যাগ রয়েছে তাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। কিন্তু ১৯৭১ এর মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগের যে স্মৃতি সেটি যদি মুছে ফেলা হয় এটি জাতির জন্য চরম অবজ্ঞার। আমাদের ৭১ ও ২৪ এর চেতনাকে লালন করতে হবে। কিন্তু একটি শক্তি ২৪ এর চেতনাকে লালন করতে গিয়ে ৭১ এর চেতনাকে ঢেকে ফেলার চেষ্টা করছে। এ ব্যাপারে ছাত্র সমাজকে সচেতনভাবে পথ চলতে হবে।

জামালপুর সদর উপজেলা পূর্ব-দক্ষিণ শাখা ছাত্রদল, জামালপুর শহর শাখা ছাত্রদল ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের সমন্বয়ে জেলা ছাত্রদল এই কর্মী সভার আয়োজন করে। জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহম্মেদ খান লোটন, সহ সভাপতি শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব, শহর বিএনপির সভাপতি মো: লিয়াকত আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: শফিউর রহমান শফি, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শামীম আহম্মেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদী হাসান রেমিন, যুগ্ম সাধারণ সম্পাদক তুষার মাহমুদ উজ্জলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে পদার্পণ করবেন। এদেশের মানুষ তাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। কিন্তু তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে স্বাধীনতা বিরোধীরা চক্রান্ত শুরু করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনের জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

কর্মী সভা শেষে কলেজ মিলনায়তন থেকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ উপলক্ষ্যে একটি মিছিল বের করে জেলা ছাত্রদল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জামালপুর প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটানে প্রাণের সম্ভাবনার ইঙ্গিত খুলনায় এনসিপি নেতাকে গুলি, চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ গণভোটে গণঅংশগ্রহণই পরিবর্তনের ধারা সূচিত করবে : তথ্য উপদেষ্টা বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল ফাইনালে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ তারেক রহমানের নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় যাত্রী হতে চাই – শাহ মো: ওয়ারেছ আলী মামুন বাগেরহাট-৪ আসনে তৃনমুল কর্মীরা ফুঁসে উঠেছেন, মোরেলগঞ্জে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি খুলনায় ‘বাসার ভেতরের অন্তঃকোন্দলে’ এনসিপি’র শ্রমিকনেতাকে গুলি : পুলিশ বর্ণবাদের বিষবাষ্প এবার খাজার দুই মেয়ের দিকে, রুখে দাঁড়ালেন স্ত্রী র‍্যাচেল ভেনেজুয়েলার ট্যাংকার আটকানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : চীন ইসাকের পা ভেঙে যাওয়ার আশঙ্কা লিভারপুলের