বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: গাজায় একটি বিবাহ অনুষ্ঠানে ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে আমেরিকান-ইসলামিক রিলেশনস কাউন্সিল (সিএআইআর)। যেখানে পাঁচ মাস বয়সী এক শিশুসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।
রোববার এক বিবৃতিতে, ওয়াশিংটন-ভিত্তিক নাগরিক অধিকার গোষ্ঠীটি বলেছে, বোমা হামলাটি ইসরাইলের যুদ্ধবিরতি প্রতিশ্রুতির সম্পূর্ণ লঙ্ঘন। এক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে হস্তক্ষেপ করার আহ্বান জানানো হয়, যারা যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছে।
সিএআইআর বলেছে, ‘বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালানো বর্বরতা। এই হামলা প্রমাণ করে যে যতক্ষণ পর্যন্ত ইসরাইলি দখলদারিত্ব গাজা জুড়ে মানুষ হত্যা অব্যাহত রাখবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত যুদ্ধবিরতি হতে পারে না।’
শুক্রবার (১৯ ডিসেম্বর) ইসরাইলি সেনাবাহিনী একটি স্কুলে গোলাবর্ষণ করে যেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো একটি বিয়ের জন্য জড়ো হয়েছিলেন। #















