BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শান্তি আলোচনার মধ্যেই সোমবার (২২ ডিসেম্বর) নতুন করে গোলাগুলিতে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

যুদ্ধবিরতি উপেক্ষা করে স্থানীয় সময় সোমবার ভোরে আবারও সংঘাতে জড়িয়ে পড়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনারা।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ, সীমান্তবর্তী বানতেয় মিয়ানচে প্রদেশে এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে চারটি বোমা ফেলেছে থাই বাহিনী।

দেশটির সেনারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভূখণ্ড রক্ষায় সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে কম্বোডিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বোমাবর্ষণের সময় শিশুদের নিয়ে নিরাপদে আশ্রয় নিচ্ছেন সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী হুন মানেতের কার্যালয় জানিয়েছে, সীমান্তে তাদের অংশে প্রায় পাঁচ লাখ ২৫ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

অন্যদিকে থাইল্যান্ড জানিয়েছে, তাদের ভূখণ্ডে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় চার লাখ।

থাই প্রধানমন্ত্রীর দাবি, দেশটি কখনো আগ্রাসী ভূমিকা নেয়নি। কম্বোডিয়ান বাহিনীর দখলে থাকা অধিকাংশ এলাকা পুনরুদ্ধার করা হয়েছে বলে দাবি তার।

এর মধ্যেই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রতিনিধিরা আসিয়ানের বিশেষ বৈঠকে মুখোমুখি বসছেন। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের সভাপতিত্বে বৈঠকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা স্যাটেলাইট তথ্য ও মাঠপর্যায়ের পর্যবেক্ষণ তুলে ধরা হবে।

যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে ভারী অস্ত্র প্রত্যাহার ও যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীন আলাদাভাবে কূটনৈতিক চেষ্টা চালালেও এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
শনি গ্রহের বৃহত্তম চাঁদ টাইটানে প্রাণের সম্ভাবনার ইঙ্গিত খুলনায় এনসিপি নেতাকে গুলি, চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ গণভোটে গণঅংশগ্রহণই পরিবর্তনের ধারা সূচিত করবে : তথ্য উপদেষ্টা বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল ফাইনালে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ তারেক রহমানের নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় যাত্রী হতে চাই – শাহ মো: ওয়ারেছ আলী মামুন বাগেরহাট-৪ আসনে তৃনমুল কর্মীরা ফুঁসে উঠেছেন, মোরেলগঞ্জে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি খুলনায় ‘বাসার ভেতরের অন্তঃকোন্দলে’ এনসিপি’র শ্রমিকনেতাকে গুলি : পুলিশ বর্ণবাদের বিষবাষ্প এবার খাজার দুই মেয়ের দিকে, রুখে দাঁড়ালেন স্ত্রী র‍্যাচেল ভেনেজুয়েলার ট্যাংকার আটকানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : চীন ইসাকের পা ভেঙে যাওয়ার আশঙ্কা লিভারপুলের