BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফল বিলচলন শহীদ শামসুজ্জামান সরকারী কলেজ চ্যাম্পিয়ন

আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফল বিলচলন শহীদ শামসুজ্জামান সরকারী কলেজ চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিবাক্যকে লালন করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত¡বধানে, যুব ও ক্রীড়া মন্ত্রনালযের আয়োজনে বিভাগীয় প্রশাসন, রাজশাহী ও জেলা ক্রীড়া অফিসের ব্যাবস্থাপনায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে।

ফাইনাল খেলায় দুটোই নাটোরের কলেজ অংশ গ্রহন করে। উভয় কলেজ চুড়ান্ত পর্বে অংশ গ্রহনের সুযোগ পাবে বলে জানান ক্রীড়া কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ফাইনাল খেলাটি নির্ধারিত সময় ২-২ গোলে ড্র হলে খেলা গড়াই ট্রাই্রব্রেকারে। ট্রাইব্রেকারে নাটোরের বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারী কলেজ ৩-১ গোলে নাটোরের সিংগড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

সিংগড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের খেলোয়াড় আব্দুল্লা বিন কাফি ম্যান অফ দ্যা ম্যাচ ও বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারী কলেজের খেলোয়াড় রাকিবুল ম্যান অফ দ্যা টুর্নামেন্টে নির্বাচিত হয়।

অতরিক্ত জেলা প্রশাসক (সার্বির্ক) মোহাঃ সবুর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্ম-সচিব) মোঃ হাবিবুর রহমান।

এ সময় ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার, জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন,নাটোর জেলা ক্রীড়া অফিসার রাকিবুল হাসান, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, এডহক কমিটির সদস্য ও সাংবাদিক ডালিম হোসেন, শারীরিক শিক্ষা কলেজেওে প্রাক্তন অধ্যক্ষ খাদেমুল ইসলামসহ অন্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

অনুষ্টানটি সঞ্চলনা করেন আব্দুর রোকন মাসুম ও শিরাজী ইমন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি জি, এম হাসান-ইসালাম (বাবুল) রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
গণভোটে গণঅংশগ্রহণই পরিবর্তনের ধারা সূচিত করবে : তথ্য উপদেষ্টা বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল ফাইনালে ট্রাইবেকারে চ্যাম্পিয়ন বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ তারেক রহমানের নেতৃত্বে উন্নত-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় যাত্রী হতে চাই – শাহ মো: ওয়ারেছ আলী মামুন বাগেরহাট-৪ আসনে তৃনমুল কর্মীরা ফুঁসে উঠেছেন, মোরেলগঞ্জে বিএনপির ত্যাগী নেতাকে মনোনয়ন দেওয়ার দাবি খুলনায় ‘বাসার ভেতরের অন্তঃকোন্দলে’ এনসিপি’র শ্রমিকনেতাকে গুলি : পুলিশ বর্ণবাদের বিষবাষ্প এবার খাজার দুই মেয়ের দিকে, রুখে দাঁড়ালেন স্ত্রী র‍্যাচেল ভেনেজুয়েলার ট্যাংকার আটকানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : চীন ইসাকের পা ভেঙে যাওয়ার আশঙ্কা লিভারপুলের শুল্কমুক্ত সুবিধায় জাপানে যাবে বাংলাদেশি পণ্য : বাণিজ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক