BTC News | বিটিসি নিউজ

আজ- সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা রজব, ১৪৪৭ হিজরি

আজ- ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নেসকোতে নিয়োগ ইস্যুতে প্রতিবাদী বিবৃতি: ‘বিতর্কিত’ শব্দ ব্যবহারে ক্ষোভ লাইজুর

নেসকোর নিয়োগ ঘিরে তদবিরের অভিযোগ, শ্রমিক লীগের নামধারীরা শ্রমিক দল ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডে (নেসকো) নিয়োগ সংক্রান্ত একটি সংবাদে জাতীয়তাবাদী শ্রমিকদল রাজশাহী জেলা ও মহানগরের যৌথ বিবৃতিতে তার নামের সঙ্গে ‘বিতর্কিত’ শব্দ ব্যবহারের প্রতিবাদ জানিয়েছেন নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ সোহরাব হোসেন লাইজু।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্যাডে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, কোনো তথ্য-প্রমাণ ছাড়াই তার নামের সঙ্গে ‘বিতর্কিত’ শব্দ যুক্ত করা ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার শামিল, যা দুঃখজনক ও অনভিপ্রেত।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং: বি–২২৩৭) জাতীয়তাবাদী শ্রমিক ফেডারেশন ও জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত একটি পরীক্ষিত ও ফ্যাসিবাদবিরোধী শ্রমিক সংগঠন। দীর্ঘ প্রায় ১৫ বছর স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেও নানা নির্যাতন ও নিপীড়নের মুখেও তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হননি বলে দাবি করেন তিনি।

যৌথ বিবৃতিতে নির্বাচনের জন্য ভোটার তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠানোর বিষয়ে নেসকো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার যে দাবি করা হয়েছে, তা অস্পষ্ট বলেও অভিযোগ করেন লাইজু।

তিনি বলেন, সেখানে কোন নির্বাচন, কোন ভোটার তালিকা এবং কোন কর্তৃপক্ষ—সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা না থাকায় শ্রমিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

১৪ ডিসেম্বর নেসকোর প্রধান কার্যালয়ে সংঘটিত ঘটনার প্রসঙ্গে তিনি ভিন্ন তথ্য তুলে ধরে বলেন, ওই দিন রাজশাহী জেলা ও মহানগর শ্রমিক দলের কয়েকজন নেতা নিয়োগসংক্রান্ত দাবি নিয়ে নেসকোর প্রশাসন বিভাগে যান। এ সময় তাদের সঙ্গে নেসকো বিদ্যুৎ শ্রমিক লীগের উপদেষ্টা, কেন্দ্রীয় নেতা ও সম্পাদকসহ একাধিক পদধারী নেতা উপস্থিত ছিলেন, যারা দীর্ঘদিন ধরে আওয়ামী শ্রমিক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সংশ্লিষ্ট কমিটির তালিকা তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলেও তিনি দাবি করেন।

বিগত ১৫ বছরে এসব নেতাকর্মীর দ্বারা তাদের ইউনিয়নের নেতাকর্মীরা বদলি, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়েছেন উল্লেখ করে লাইজু আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থায়নের অভিযোগ সম্পর্কেও তাদের কাছে তথ্য রয়েছে, যা প্রয়োজনে যথাযথ ফোরামে উপস্থাপন করা হবে।

লিখিত বিবৃতিতে তিনি সতর্ক করে বলেন, জাতীয়তাবাদী শ্রমিক আন্দোলনের নামে সাবেক শ্রমিক লীগ সংশ্লিষ্ট কিছু ব্যক্তির পুনর্বাসনের অপচেষ্টা দল ও আন্দোলনের জন্য ক্ষতিকর হবে।

শেষে তিনি বিভাজন নয়, ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্যভিত্তিক আলোচনার মাধ্যমেই জাতীয়তাবাদী শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করা সম্ভব।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি ইফতেখার আলম (বিশাল) / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
খুলনায় ‘বাসার ভেতরের অন্তঃকোন্দলে’ এনসিপি’র শ্রমিকনেতাকে গুলি : পুলিশ বর্ণবাদের বিষবাষ্প এবার খাজার দুই মেয়ের দিকে, রুখে দাঁড়ালেন স্ত্রী র‍্যাচেল ভেনেজুয়েলার ট্যাংকার আটকানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : চীন ইসাকের পা ভেঙে যাওয়ার আশঙ্কা লিভারপুলের শুল্কমুক্ত সুবিধায় জাপানে যাবে বাংলাদেশি পণ্য : বাণিজ্য উপদেষ্টা প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক রাজশাহীতে বার্জার পেইন্টসের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সকল অপশক্তিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ধানের শীষের পক্ষে সবাই ঐক্যবদ্ধ : মিলন গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলার নিন্দা মার্কিন অধিকার গোষ্ঠীর যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় বিমান হামলা ইসরাইলের