ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে মরহুম রুপক শেখ স্মৃতি আন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। সোমবার ইসলামপুর মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হাফিজ পাঠাগার ও ইসলামপুর ক্রিকেট একাদশের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টার।
এসময় ব্যবসায়ী মোঃ বিপ্লব মিয়া, কবি সাহিত্যিক সৈয়দ মোহাম্মদ রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাকিল আহম্মেদ পাপন, তিতুমীর কলেজ ছাত্রদল সাবেক সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে পৌরসভার ১ ও ২ নম্বর ওয়ার্ড একাদশ বনাম চর গোয়ালিনী ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। চর গোয়ালিনী ইউনিয়ন একাদশ এক উইকেটের ব্যবধানে জয়লাভ করে। টুর্নামেন্টে ১২টি দল অংশ গ্রহন করার কথা রয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি লিয়াকত হোসাইন লায়ন। #















