BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৭ হিজরি

আজ- ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে

সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে

কক্সবাজার প্রতিনিধি: সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট (এক ধরনের ট্রলার) ও বিপুল পরিমাণ ট্রলিং জালসহ ১৬ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১টার দিকে কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’ নিয়ে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পশ্চিম সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরে জব্দ করা বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ১২টি অবৈধ ট্রলিং জাল উদ্ধার করা হয়। যার দাম তিন কোটি টাকা। এ সময় বোটে থাকা ১৬ জেলেকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, আইনগত ব্যবস্থা নিতে আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জালসহ ১৬ জেলেকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও অবৈধ মাছ আহরণ রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর কক্সবাজার প্রতিনিধি আবুল কালাম আজাদ। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ