নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে প্রেসক্লাব জলঢাকার উদ্দ্যোগে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
দিবসটি পালনে মঙ্গলবার সকালে প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহাজাহান কবীর লেলিনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের পাদদেশে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং শহীদদের মর্যাদা স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে প্রেসক্লাব কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রেসক্লাব সহ-সভাপতি মাহাদী হাসান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহাজাহান কবীর লেলিন, সহ-সাধারণ সম্পাদক মাইদুল হাসান, কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন বাদশা, সদস্য এরশাদ আলম, হাসানুজ্জামান সিদ্দীকি, হাফিজুল ইসলাম ও ফরহাদ ইসলাম প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নীলফামারী প্রতিনিধি এরশাদ আলম। #















