পঞ্চগড় প্রতিনিধি: ৫৫ তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পঞ্চগড়ে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।র্যালিটির নেতৃত্ব দেন জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইকবাল হোসাইন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে জর্জকোর্ট সংলগ্ন এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে,শহরের চৌরঙ্গি মোড় যায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয় র্যালিটি।
সমাবেশে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন, সেক্রেটারি জেনারেল মাওলানা দেলোয়ার হোসেন, সদর উপজেলা আমীর সফিউল আলম, শহর আমীর জয়নাল আবেদীন।
এ সময় বিজয় দিবসের চেতনায় দেশ গঠন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়। বিজয় র্যালিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #















