পঞ্চগড় প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদলের উদ্যোগে পঞ্চগড়ে এক বর্ণাঢ্য বিজয়ের পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন, জাতীয় নির্বাহী কমিটি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে সরকারি কলেজ মোড় এলাকা থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি চৌরঙ্গিমোড় যায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয় মিছিলটি।
সমাবেশে বক্তব্য রাখেন,জাতীয় নির্বাহী কমিটি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার মুহম্মদ নওশাদ জমির।
মিছিলে অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশাত্মবোধক স্লোগান দেন। এ সময় বিজয় দিবসের চেতনায় দেশ গঠন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এ মজিদ, অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল,জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক,সাধারন সম্পাদক রোকনুজ্জামান জাপানসহ স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসাইন। #















