ভুক্তভোগী পরিবারের অভিযোগ অভিযুক্তকে গ্রেফতার করছেনা পুলিশ..!!
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাঘার স্কুল ছাত্রীকে দেয়া প্রেমের প্রস্তাবে ব্যার্থ হয়ে ছাত্রীর পিতাকে আহত করেছে চারঘাট উপজেলার এক বখাটে যুবক। প্রায় একমাস আগের এ ঘটনায় সংশ্লিষ্ঠ থানায় অভিযোগ দেয়া হলেও আজপর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ।
এদিকে এখনও ঐ স্কুল ছাত্রীকে অপহরনের হুমকি দিয়ে যাচ্ছে বখাটে ঐ যুবক। ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে স্কুল ছাত্রীর পরিবার।
ভুক্তোভোগী পরিবারের অভিযোগ প্রশাসনের সহযোগীতা না পেয়ে প্রাণভয়ে মেয়ের লেখাপড়া বন্ধ করে রাখা হয়েছে।
অভিযোগে জানা গেছে, আড়ানী ফুলমননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির এক ছাত্রীকে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের জান্টু প্রামানিকের বখাটে ছেলে মিনটু প্রামানিক দীর্ঘদিন থেকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছে।
এই ঘটনা মিনটুর পরিবারকে জানানোর পরও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। নিরুপায় হয়ে স্কুল ছাত্রী নিজে বাদি হয়ে গত মাসে বাঘা থানায় একটি অভিযোগ দায়ের করেন। তবে এই অভিযোগ দেয়ার পর স্থানীয়ভাবে বিষয়টি সমঝোতা করে নেয়া হয়।
এদিকে এই সমঝতার কয়েকদিন পরথেকেই বখাটে মিনটু ওই স্কুল ছাত্রীকে পূনরায় প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করতে শরু করে। সর্বশেষ গত ১৯ মে চারঘাটের রামচন্ত্রপুর বাজারের সেলিমের চায়ের স্টোলে বখাটে মিন্টুকে উত্ত্যক্ত না করার জন্য অনুরোধ করেন স্কুল ছাত্রীর বাবা।
এই বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাটির এক পর্যায়ে স্কুল ছাত্রীর বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে মিনটু । এ ঘটনার পর ওই যুবকের বিরুদ্ধে চারঘাট থানায় অভিযোগ দায়ের করেন স্কুল ছাত্রীর বাবা।
তবে এখন পর্যন্ত আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বরং প্রতিনিয়ত স্কুল ছাত্রীকে অপহরণ করা সহ তার বাবাকে মামলা তুলে নেয়ার জন্য প্রান নাশের হুমকে দিচ্ছে ওই বখাটে।
মামলার বাদি ভুক্তভুগী আবুবক্কর মঙ্গলবার সকালে কান্নজড়িত কন্ঠে স্থানীয় সাংবাদিকদের বলেন, আমার মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে মার খেয়েছি। এরপর থানায় মামলা করেছি। কিন্তু পুলিশ ওই আসামীকে গ্রেফতার করছে না। নিরুপায় হয়ে মেয়েকে স্কুলে যাওয়া এবং প্রাইভেট বন্ধ করে দিয়েছি।
এ বিষয়ে চারঘাট থানা অফিসার ইনচার্জকে মোবাইল করা হলে তিনি মোবাইল রিসিভ করেন নি। তবে মামলার তদন্তকারি কর্মকর্তা এস.আই সুজন আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.