বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ঘন কুয়াশার মধ্যে ভারতের উত্তর প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। মঙ্গলবার সকালে মথুরায় দিল্লি-আগ্রা যমুনা এক্সপ্রেসওয়েতে সাতটি বাস ও তিনটি কারের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যাওয়ায় একের পর এক যানবাহনের সংঘর্ষ হয়।
দুর্ঘটনার পর কয়েকটি গাড়িতে আগুন ধরে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উদ্ধার অভিযান শেষ হয়েছে জানিয়ে জ্যেষ্ঠ পুলিশ সুপার শ্লোক কুমার বলেন, ‘দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বর্তমানে সড়ক পরিষ্কার করা এবং আটকে পড়া যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
সাংবাদিকদের তিনি বলেন, ‘মঙ্গলবার সকালে যমুনা এক্সপ্রেসওয়েতে একটি বড় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন আহত হয়েছেন।
ঘন কুয়াশার কারণে সাতটি বাস ও তিনটি ছোট গাড়ির মধ্যে এই সংঘর্ষ ঘটে।’
শ্লোক কুমার আরো বলেন, ‘এখনো এলাকায় কুয়াশা রয়েছে। দৃষ্টিসীমা কম থাকায় যানবাহনগুলো একে অপরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের পর কয়েকটি গাড়িতে আগুনও ধরে যায়।
পুলিশ জানায়, আহতদের কারও অবস্থা গুরুতর নয়। তাদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর বাকি যাত্রীদের সরকারি যানবাহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
মথুরার জেলা ম্যাজিস্ট্রেট চন্দ্র প্রকাশ সিং ঘটনাটিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্ত করে দেখা হবে।
আপাতত আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান অগ্রাধিকার।
সাংবাদিকদের তিনি বলেন, ‘দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ১২টিরও বেশি দমকল ইঞ্জিন এবং ১৪টিরও বেশি অ্যাম্বুলেন্স কাজ করেছে। আহতদের সিএইচসি বালদেব ও জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কেউই গুরুতর আহত নন এবং সবাই এখন বিপদমুক্ত।’
এনডিটিভি আরো জানিয়েছে, মথুরার যমুনা এক্সপ্রেসওয়ের এই দুর্ঘটনার একদিন আগেই একই ধরনের আরেকটি ভয়াবহ সংঘর্ষ ঘটে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে। সোমবার ভোরে ঘন কুয়াশার কারণে প্রায় ২০টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হন এবং ১৫ থেকে ২০ জন গুরুতর আহত হন। #















