BTC News | বিটিসি নিউজ

আজ- শুক্রবার, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

হানুকা ঘিরে ভারতে সতর্কতা, ইহুদি স্থাপনায় নিরাপত্তা জোরদার

হানুকা ঘিরে ভারতে সতর্কতা, ইহুদি স্থাপনায় নিরাপত্তা জোরদার

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: ইহুদি ধর্মীয় উৎসব হানুকাকে কেন্দ্র করে ভারতে উচ্চমাত্রার নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, হানুকা উপলক্ষে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুতে ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনায় বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনার তথ্য পেয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। খবর এনডিটিভি

সূত্র জানায়, গোয়েন্দা তথ্যগুলো অত্যন্ত গুরুতর হওয়ায় নির্দিষ্ট কিছু স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আট দিনব্যাপী ইহুদি উৎসব হানুকা আজ শুরু হয়েছে।

এরই মধ্যে অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই বিচে এক ইহুদি ধর্মীয় অনুষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হানুকার সূচনা উপলক্ষে সমুদ্রতটে আয়োজিত ওই অনুষ্ঠানে শত শত মানুষের উপস্থিতির সময় দুই বন্দুকধারী হামলা চালায়। প্রায় ৫০ রাউন্ড গুলি ছোড়া হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

অস্ট্রেলিয়ান পুলিশের তথ্য অনুযায়ী, পাল্টা গুলিতে একজন হামলাকারী নিহত হয়। এ ঘটনায় পুলিশ সদস্যসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। নিউ সাউথ ওয়েলস পুলিশের কমিশনার মাল ল্যানিয়ন ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে ঘোষণা করেছেন।

এ প্রেক্ষাপটে ভারতসহ বিভিন্ন দেশে ইহুদি স্থাপনা ও ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?