চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকলীগের সুবর্ণ জয়ন্তী উৎযাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিকলীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুবর্ণ জয়ন্তী উৎযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

জাতীয় শ্রমিকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এ উপলক্ষে আজ শনিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, আনন্দ র‌্যালী ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠান হয়। সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শান্তনা হক শান্তা, সিনিয়র নেতা তফিকুল ইসলাম, জেলা শ্রমিকলীগের আহব্বায়ক শহিদুল ইসলাম রানা।

জেলা শ্রমিকলীগের সদস্য ইকবাল মানিকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপের সভাপতি ডা. গোলাম রাব্বানী, জেলা শ্রমিকলীগের যুগ্ন আহব্বায়ক মো. আসাদুজ্জামান জুয়েলসহ আওয়ামীলীগ, শ্রমিকলীগসহ আ.লীগের সহযোগী সংগঠন সমূহের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।

পরে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের নবাবগঞ্জ সরকারী কলেজ মোড়স্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শ্রমিকলীগ নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন পূরণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। জাতির পিতার আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে এবং দেশ ও জাতির সেবা করতে হবে। বর্তমান সরকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ে তুলতে সকলে এগিয়ে আসার আহবান জানানো হয় সভায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.