জেদ্দা সমুদ্রবন্দরে ইরানি ট্যাংকারে মিসাইল হামলা

ছবি: সংগৃহীত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জেদ্দা সমুদ্রবন্দরের নিকটে ইরানি একটি তেল ট্যাংকারে ‘মিসাইল হামলা’ হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে লোহিত সাগরে তেল ছড়িয়ে পড়ছে।

দ্য ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানী (এনআইটিসি) এক বিবৃতিতে জানায়, সৌদি উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরত্বে ‘সাবিতি’ নামে জাহাজটিতে দুইটি আলাদা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের সম্ভাব্য কারণ মিসাইল হামলা বলে ধারণা করা হচ্ছে।

তবে এ ঘটনার পর সব ক্রু ও জাহাজটি নিরাপদে রয়েছে এবং ক্ষয়ক্ষতি মেরামতের চেষ্টা চলছে বলেও উল্লেখ করেছে এনআইটিসি।

তবে, ‘‘জাহাজে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি এবং সেটি সম্পূর্ণ নিরাপদ অবস্থায় রয়েছে,’’ ইরানি কর্তৃপক্ষের এমন দাবি মিসাইল হামলার দাবির সঙ্গে অসঙ্গতিপূর্ণ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.