চাঁপাইনবাবগঞ্জে শিশু সপ্তাহে চিত্রাংকন- শিশু সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আজ বুধবার সকালে গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে এসব অনুষ্ঠান হয়। “আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো” স্লোগানে পালিত শিশু অধিকার সপ্তাহের চিত্রাংকন প্রতিযোগিতায় ৩টি বিভাগে প্রায় ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। চিত্রাংকন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাইরুল আলম ও জেলা শিশু একাডেমীর চিত্রাংকন প্রশিক্ষক আব্দুল্লাহ আল মুহাইমেন।

প্রতিযোগিতা শেষে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলমের সঞ্চালনাড আলোচনা সভা হয়। সভায় উপস্থিত ছিলেন, জেলা মুক্ত মহাদলের সভাপতি মোসফিকুর রহমান, গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকহানা আহমেদসহ ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স জেলা শাখার প্রতিনিধিরা। সভা শেষে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের সদস্যদের অংশগ্রহণে শিশুদের সচেতনতামূলক নাটক প্রর্দশন করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.