BTC News | বিটিসি নিউজ

আজ- বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ফেরার ম্যাচে সালাহর অ্যাসিস্ট, জোড়া গোলে নায়ক একিটিকে

ফেরার ম্যাচে সালাহর অ্যাসিস্ট, জোড়া গোলে নায়ক একিটিকে

বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর জয়ের দেখা পেল লিভারপুল। উগো একিটিকের জোড়া গোলে ব্রাইটনকে হারাল আর্না স্লটের দল।

অ্যানফিল্ডে শনিবার লিগ ম্যাচে ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। দুই অর্ধে একবার করে জালের দেখা পান একিটিকে।

টানা বিবর্ণ পারফরম্যান্সে শুরুর একাদশে জায়গা হারানোর পর, কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে স্কোয়াড থেকেও বাদ পড়েন মোহামেদ সালাহ। তবে শুক্রবার কোচের সঙ্গে তার আলোচনায় সমস্যা সমাধানের ইঙ্গিত মেলে।

এদিন স্কোয়াডে ফেরেন তিনি, সতীর্থের চোটে ম্যাচের শুরুর দিকে মাঠেও নামেন। একিটিকের গোলে অবদানও রাখলেন তারকা স্ট্রাইকার।

১৬ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে লিভারপুল। ৩ পয়েন্ট কম নিয়ে নবম স্থানে ব্রাইটন।

এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

প্রতিপক্ষের ভুলের সুযোগে ম্যাচ শুরুর ৪৬ সেকেন্ডেই এগিয়ে যায় লিভারপুল। নিজেদের ডি-বক্সের পাশে প্রতিপক্ষের থেকে বল কেড়ে নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করেন ব্রাইটনের ইয়ানকুবা; কিন্তু বল চলে যায় জো গোমেজের কাছে। তার হেড পাস ডি-বক্সে পেয়ে জোরাল শটে গোলটি করেন একিটিকে।

প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন ফরাসি ফরোযার্ড।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে একটা ধাক্কাও খায় লিভারপুল। চোট পেয়ে মাঠ ছাড়েন ইংলিশ ডিফেন্ডার গোমেজ। তার জায়গায় বদলি নামেন সালাহ।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে সমতায় ফেরায় সুবর্ণ সুযোগ পায় ব্রাইটন। কিন্তু ছয় গজ বক্সের বাঁ দিক থেকে প্যারাগুয়ের মিডফিল্ডার দিয়েগো গোমেজের শট পোস্টে বাধা পায়।

এর কিছুক্ষণ পরই ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। ৬০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া সালাহর শট কর্নারের বিনিময়ে আটকান গোলরক্ষক। এরপর মিশরের তারকার নেওয়া কর্নারেই হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন একিটিকে।

গত সপ্তাহে লিডস ইউনাইটেডের জালেও দুটি গোল করেছিলেন তিনি। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে গত জুলাইয়ে অ্যানফিল্ডে যোগ দেওয়া ২৩ বছর বয়সী ফরোয়ার্ডের প্রিমিয়ার লিগে গোল হলো সাতটি।

শেষ দিকে গোলও পেতে পারতেন সালাহ। কিন্তু চিয়েসার পাস ছয় গজ বক্সের বাইরে ফাঁকায় পেয়ে উড়িয়ে মারেন গত মৌসুমের গোল্ডেন বুট জয়ী।

গোল না পেলেও ম্যাচ শেষে সালাহর মুখে দেখা যায় স্বস্তির হাসি, বিজয়ের হাসি। গ্যালারিতে অনেকের হাতে ছিল তার নামের জার্সি, কারো হাতে ব্যানার। গ্যালারির কাছে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে সমর্থকদের ভালোবাসার জবাবে হাততালি দেন তিনি। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?