এসআইকে মারতে মারতে থানা থেকে বের করলেন আ. লীগ নেতা
ময়মনসিংহ ব্যুরো: পুলিশের এক এসআইকে মারতে মারতে থানার বাইরে নিয়ে গেলেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। ময়মনসিংহের গৌরীপুর থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতা রুকনুজ্জামান পল্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার রুকনুজ্জামান পল্লব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তারকৃতদের ছাড়াতে না পেরে পুলিশের ওই এসআইকে মারতে মারতে থানার বাইরে নিয়ে যান আওয়ামী লীগ নেতা রুকনুজ্জামান পল্লব।
বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানা পুলিশের ওসি দেলোয়ার আহাম্মদ বলেন, শুক্রবার রাতে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার সকালে তাদের ছাড়াতে আসেন রুকনুজ্জামান। আসামি না ছাড়ায় এসআই হাসানুজ্জামানের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে পল্লব তাকে মারতে শুরু করেন। বেধড়ক মারতে মারতে থানার ভেতর থেকে বাইরে নিয়ে যান। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে। মারধরে এসআইয়ের পোশাকের বোতাম ও নেমপ্লেট ছিঁড়ে যায়।
ওসি দেলোয়ার আরও বলেন, আহত এসআইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত রুকনুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.