চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বিয়ের প্রলোভনে এক যুবতীকে (২৫) ধর্ষণের দায়ে আবু সাইম ওরফে শামীম (৪১) নামে একজন যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের আদালত।
একই রায়ে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর কারাদন্ডেরও আদেশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক শওকত আলী একমাত্র আসামীর উপস্থিতিতে দন্ডের আদেশ দেন। দন্ডিত আবু সাইম ওরফে শামীম জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট শিবনগর জায়গীর গ্রাম এলাকার হাবিবুর রহমানের ছেলে।
এপিপি এ্যাড. আঞ্জুমান আরা বিটিসি নিউজকে জানান, দন্ডিত ট্রাক চালক শামীম ওই যুবতীকে বিয়ের প্রলোভনে দীর্ঘদিন যাবৎ ধর্ষণ করে আসছিল। শেষ ২০১৩ সালের ১০’এপ্রিল জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় যুবতীর খালার বাড়িতে পরদিন বিয়ের কথা বলে তাকে ধর্ষণ করে শামীম।
কিন্তু পরদিন ১১’এপ্রিল বিয়ে না করেই চলে যাবার চেষ্টা করলে শামীমকে আটক করে পুলিশে দেয়া হয়। এ ঘটনায় যুবতী নিজে বাদী হয়ে ওই দিনই শামীমের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের তৎকালীন এস.আই মামুনুর রশিদ ২০১৩ সালের ১০ জুন আদালতে শামীমকে একমাত্র অভিযুক্ত করে চার্যশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানীর পর ট্রাইবুনাল মঙ্গলবার আসামী আবু সাইম ওরফে শামীমকে দন্ডাদেশ প্রদান করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মো: আশরাফুল ইসলাম রঞ্জু। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.