লালমনিরহাটে সপ্তাহ জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি

লালমনিরহাট প্রতিনিধিঃ  এক সপ্তাহ ধরে থেমে থেমে টানা বৃষ্টিতে ভোগান্তিতে লালমনিরহাট বাসী। কে বলবে এটা আশ্বিন মাস? নীল আকাশ উধাও। আকাশে নেই সাদা ধবধবে পেজো তুলোর মতো মেঘ।
কালো মেঘে ঢেকে রয়েছে শহর ছাড়িয়ে গ্রাম। শুরু হয়েছে বর্ষাসুর। কয়েক দিন ধরে শ্রাবণ মাসের মতো বৃষ্টি লেগেই রয়েছে। দিন রাত চলছে একই সুরের বৃস্টি।
 তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি উঠানামা করছে। কালো মেঘে গুড়ি গুড়ি বৃষ্টি। সূর্যের দেখা মিলছেনা। এতে বর্ষার পর শরৎকালে যেন বন্যার আভাস পাওয়া যাচ্ছে। থমকে গেছে শহরের ব্যস্তময় জীবন। টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন শিক্ষার্থী, দিনমজুর-খেটে খাওয়া মানুষজন।
 বিশেষ করে রিক্সা চালক, কৃষকরা জীবিকার তাগিদে বৃষ্টিতে ভিজেই কাজ করছেন। শহরে বিভিন্ন এলাকার রাস্তা-ঘাট কর্দমাক্ত ও জলাবদ্ধতা দেখা দিয়েছে। ময়লা-আর্বজনাময় পানি ডিঙ্গিয়ে ঘর থেকে বের হতে হচ্ছে মানুষজনকে। এতে ভোগান্তি যেন বাড়ছে।
এ দিকে বৃষ্টিপাতের কারণে লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলার ফসলের মাঠে আগাম আলু চাষে চরম দুর্ভোগে পড়েছে আলু চাষীরা। তবে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে আমন ধানের মাঠের।

কালীগঞ্জ, কাকিনা, রুদ্রেশ্বর, হর বানীনগর, আমিনগঞ্জ, হাতীবান্ধা উপজেলার, দৈ খোওয়া, সিংগী মারী, চর গড্ডিমারী এলাকার কৃষকরা জানায় ইতোমধ্যে তারা আগাম আলুর বীজ বুনেছে। বৃষ্টির কারনে ক্ষেত নস্ট হবার উপক্রম হয়েছে। আর এই আগাম আলুর জমিতে এভাবে বৃষ্টি চলতে থাকলে তা বিনষ্ট হবে। এছাড়া অনেক জমিতে পানি জমে গেছে। তাই আলু চাষীরা এখন দুশ্চিন্তায়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.