লালমনিরহাটে সপ্তাহ জুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি



কালীগঞ্জ, কাকিনা, রুদ্রেশ্বর, হর বানীনগর, আমিনগঞ্জ, হাতীবান্ধা উপজেলার, দৈ খোওয়া, সিংগী মারী, চর গড্ডিমারী এলাকার কৃষকরা জানায় ইতোমধ্যে তারা আগাম আলুর বীজ বুনেছে। বৃষ্টির কারনে ক্ষেত নস্ট হবার উপক্রম হয়েছে। আর এই আগাম আলুর জমিতে এভাবে বৃষ্টি চলতে থাকলে তা বিনষ্ট হবে। এছাড়া অনেক জমিতে পানি জমে গেছে। তাই আলু চাষীরা এখন দুশ্চিন্তায়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালমনিরহাট প্রতিনিধি হাসানুজ্জামান হাসান। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.