বিশেষ (ঢাকা) প্রতিনিধি: চব্বিশের শহীদদের রক্তের কথা স্মরণ করে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের ভাই-বোন ও সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে অঙ্গীকার হচ্ছে, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান; যা জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া রেকর্ডেড ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণায় সিইসি এ কথা বলেন।
এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, আমার দৃঢ় বিশ্বাস, আপনারা একই প্রত্যাশা ধারণ করেন এবং একই অঙ্গীকারে অঙ্গীকারাবদ্ধ। বিভিন্ন কারণে এবার নির্বাচন গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ ভাবমূর্তি উদ্ধারের সুযোগ। এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ ভাবমূর্তি উদ্ধারের সুযোগ। প্রবাসী বাংলাদেশিদের প্রথমবারের মতো ভোটার আনা হচ্ছে। এছাড়া কারাগারে থাকা ব্যক্তিদেরও ভোটার তালিকায় আনা হচ্ছে।
সিইসি আরও বলেন, ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তমূলক তথ্য দেওয়া থাকে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে নারীদের হেয় করা হচ্ছে। এরকম কোন তথ্য বা এআই দিয়ে হেয় করা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তফসিল অনুসারে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ দিন, ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়, ২০ জানুয়ারি এবং প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (ঢাকা) প্রতিনিধি মো: আমিনুল ইসলাম শিকদার। #

















