BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার

রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ওমর ফারুক শান্ত (২৬) নামের জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রিপনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আরএমপি’র মুখপাত্র পুলিশ সুপার (এসপি) গাজিউর রহমান।

এসময় রাজপাড়া থানার ওসি আব্দুল মালেকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে এসপি গাজিউর রহমান জানান, রাজপাড়া থানার আলীগঞ্জ পূর্বপাড়ার আব্দুস সাত্তারের ছেলে শান্ত পার্শ্ববর্তী বুসুয়া গ্রামের দাদন ব্যবসায়ী রিপন ও তার ভাই নয়নকে দীর্ঘদিন ধরে দাদন ব্যবসা বন্ধ করার অনুরোধ করে আসছিলেন। এ বিষয়কে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র হয়।

বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় আলীগঞ্জ পূর্বপাড়া এজাজের চায়ের দোকানের সামনে গলির ভেতরে শান্তর সঙ্গে রিপন পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রিপন, তার ছোট ভাই নয়ন, নয়নের বন্ধু রুবেলসহ অজ্ঞাত আরও কয়েকজন শান্তকে ঘিরে ফেলে।

পুলিশ জানায়, রিপনের নির্দেশে তারা ধারালো ছুরি ও চাপাতি দিয়ে একাধিকবার এলোপাতাড়ি কোপাতে থাকে। গুরুতর আহত অবস্থায় শান্ত মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই আরএমপির রাজপাড়া থানা পুলিশ, ডিবি এবং সিটিটিসি যৌথভাবে অভিযান শুরু করে। রাতভর তল্লাশি অভিযান চালিয়ে অবশেষে বৃহস্পতিবার ভোরে রাজশাহীর বাঘা থানার নারায়ণপুর গ্রাম এলাকা থেকে প্রধান আসামি রিপনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় রাজপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে জানিয়ে এসপি গাজিউর রহমান বলেন, বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এদিন সকালে গ্রেফতার রিপনকে আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

এদিকে শান্ত হত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিবার ও স্থানীয়রা দ্রæত বাকি আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নিজস্ব প্রতিনিধি মো. মাসুদ রানা রাব্বানী / রাজশাহী। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
কোনও গাফিলতি সহ্য করা হবে না : সিইসি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ অনলাইন-এআই জালিয়াতি বন্ধে হচ্ছে পৃথক আইন আমি যতদিন বেঁচে থাকব ততদিন বঙ্গবন্ধুকে লালন করব : কাদের সিদ্দিকী তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন তফসিলের পর দাবি-দাওয়া নিয়ে সড়কে নামলে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব আগামী নির্বাচন জাতি হিসেবে আমাদের প্রত্যাশা পূরণ করবে : সিইসি ত্রয়োদশ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গনসচেতনতা মূলক র্যালী ও সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীতে জামায়াত কর্মী শান্ত হত্যা; প্রধান আসামি রিপন গ্রেফতার