খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে রাবিতে মানববন্ধন

 

রাবি প্রতিনিধি: দুর্নীতির দায়ে দন্ডিত বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম (সাদা দল) মানববন্ধন করেছে।  আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে শিক্ষক ফোরামের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ফোরামের সভাপতি ও প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো: হাবিবুর রহমান বলেন, দুর্নীতির প্রকোপ কতোটা ভয়াবহ হলে বর্তমানে বাংলাদেশে সামান্য কেরানির স্ত্রীর একাউন্টে কোটি কোটি টাকা থাকতে পারে। বর্তমান সরকার জনগণের দ্বারা নির্বাচিত নয়, অবৈধ সরকার। বেগম খালেদা জিয়াকে বিনা দোষে আটকে রাখা হয়েছে। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সাদা দলের আহ্বায়ক ও মনেবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. এনামুল হক, বাণিজ্য অনুষদের সাবেক অধিকর্তা ড. মো. আমজাদ হোসেন, ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও কলা অনুষদের অধিকর্তা ড. মো. ফজলুল হক প্রমুখ। এসময় ফোরামের প্রায় ত্রিশজন শিক্ষক উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.