র‌্যাব-৫ এর পৃথক ২টি অভিযানে ৯২৯৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি:  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি অভিযানিক দল আজ বুধবার (১১ সেপ্টেম্বর) ২০১৯ইং ২টা ৩০মিনিটের দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন ওমরগাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন। সেই সময়, (ক) ৪৯৫ পিচ ইয়াবা ট্যাবলেট (খ) ০১ টি মোবাইল ফোন (গ) ০২ টি সিম (ঘ) ০১ টি মোটর সাইকেল (ঙ) নগদ ৩৪০০ টাকাসহ আসামী, মোঃ শফিকুল ইসলাম (৩২), পিতা- মৃত মোজাহার শেখ, গ্রাম- বারুই পাড়া, থানা- চারঘাট , জেলা- রাজশাহীকে গ্রেফতার করা হয়েছে।

উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে ।

অপর দিকে আরেকটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের এর একটি আভিযানিক দল একই দিনে ৫টা ৩০মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মির্জাপুর এলাকায়  অভিযান পরিচালনা করেন।

সেখান থেকেও, (ক) ৮৮০০ ইয়াবা ট্যাবলেট (খ) ০১ টি মোবাইল ফোন (গ) ০১ টি সিম সহ আসামী মোঃ জিয়ারুল ইসলাম (২৮), পিতা- মোঃ আফতার @আফা, গ্রাম- মির্জাপুর(কাঠালিয়া), থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে  গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধেও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনের ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে ।

এ গ্রেফতারের দু’টির বিষয় নিশ্চত করে র‌্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, তাদের ব্যাপক গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতেই আজ বুধবার বেলা ২টা ৩০ মিনিটেরাজশাহী জেলার চারঘাট থানাধীন ওমরগাড়ী এলাকা থেকে ৪৯৫ পিচ ইয়াবাসহ মোঃ শফিকুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে র‌্যাব-৫ এর আরো একটি অপারেশনাল চৌকশ দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের মির্জাপুর এলাকা থেকে মোঃ জিয়ারুল ইসলামকে ৮৮০০ ইয়াবাসহ আটক করা হয়।

তাদের উভয়ের বিরুদ্ধে নিজ নিজ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৫ থেকে আরো জানা যায় তাদের মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে, দেশ ও জাতির কল্যাণে মাদক নির্মূলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৫) তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতেও দিধা-বোধ করবে না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি রুহুল আমীন খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.