নওগাঁয় জেলা কারাগার থেকে পূর্নবাসন


নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের সংশোধন ও পূনর্বাসনের জন্য ভ্যান, ছাগল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  আজ সোমবার বেলা ১১টায় নওগাঁ জেলা কারাগারের আয়োজনে ও জেলা সমাজ সেবা অধিদপ্তর নওগাঁ এর সার্বিক সহযোগিতায় জেলা কারাগার প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক হারুন-অর-রশিদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কারাগারের জেল সুপার শাহ্ আলম খান, জেলার দেবদুলাল কর্মকার, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নুর মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারজানা ইয়াসমিন, নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির এর পরিচালক আলহাজ¦ এমএ খালেকসহ জেলা কারাগার, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।

পরে ১১জন মুক্তিপ্রাপ্ত বন্দিদের মাঝে ভ্যান, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নওগাঁ প্রতিনিধি মো: আব্বাস আলী। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.