প্রথম ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে তুরস্ক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক দেশটির প্রথম ক্রুজ মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে। কংক্রিট ভেদ করে বাংকার ধ্বংস করে দিতে সক্ষম এই মিসাইল।

তুরস্কের শিল্প ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী মুস্তাফা ভারনাক বৃহস্পতিবার এক টুইটারে একথা জানান। টুইটারে তিনি এর একটি ভিডিও জুড়ে দেন।

‘এসওএম-বি২’ নামের এই ক্রুজ মিসাইল তৈরি করেছে টার্কিশ সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিকাল রিসার্চ কাউন্সিলের অধীনস্থ প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসএজিই)।

ভিডিওতে দেখা যায়, একটি কংক্রিট বাংকারে সফলভাবে আঘাত হানছে ‘এসওএম-বি২’ ক্রুজ মিসাইল।

তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্সির প্রধান ইসমাইল দেমির বলেন, “ফায়ারিং টেস্টে ‘এসওএম-বি২’ ক্রুজ মিসাইল সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।”

এসএজিই জানায়, স্ট্যান্ড-অফ মিসাইল (এসওএম) হলো টার্বোজেট ইঞ্জিনচালিত আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল যা ভূমি এবং সাগরপৃষ্ঠে কঠিন আস্তরণের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে তৈরি করা হয়েছে।

প্রায় ২৫০ কিলোমিটার পাল্লার ‘এসওএম-বি২’ ক্রুজ মিসাইল কংক্রিটের তৈরি শক্ত দেয়াল বা আস্তরণ ভেদ করে হামলা চালাতে সক্ষম। এই ক্রুজ মিসাইল দুই স্তরের ট্যান্ডেম পদ্ধতির ওয়ারহেড যুক্ত।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.