আটক ৪ বিজিপি’র সদস্যকে হস্তান্তর আজ

বান্দরবান প্রতিনিধি: অনুপ্রবেশের সময় অস্ত্রসহ আটক মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর বিজিপির ৪ সদস্যকে আজ হস্তান্তরের কথা রয়েছে।

আজ বুধবার দুপুরে (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ও মিয়ানমার মৈত্রী সেতুর বাংলাদেশের অভ্যন্তরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক শেষে বান্দরবানের ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্ট দিয়ে তাদের হস্তান্তর করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিষয়টি নিশ্চিত করেন বিজিবি’র- ৩৪ ব্যাাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ।

এর আগে গত ২৬ আগস্ট রাতে স্পিড বোট নিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ৪ নাগরিককে আটক করা হয়।

যাচাই বাছাইয়ের পর আটককৃতরা মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি’র সদস্য নিশ্চিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের হস্তান্তরের সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বান্দরবান প্রতিনিধি মোঃ আলাউদ্দিন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.