BTC News | বিটিসি নিউজ

আজ- বৃহস্পতিবার, ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নাটোরে ঠান্ডায় রেললাইনে ফাটল!

নাটোরে ঠান্ডায় রেললাইনে ফাটল!

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনের পাশে ২৫৩নং পিলারের কাছে অতিরিক্ত শীতের কারণে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। তবে রেললাইনে ফাটল দেখা দিলেও ট্রেন চলাচলে কোনও বিঘœ ঘটেনি বলে দাবি করেছেন স্টেশন মাস্টার আব্দুল আওয়াল।

সোমবারের মধ্যেই এ ফাটলের মেরামত শেষ হবে বলে রেল সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় গ্রাম পুলিশ নাজমুল হোসেন বিটিসি নিউজকে জানান, সোমবার ভোরে তিনি ওই ফাটলটি লক্ষ্য করেন এবং পরে কর্তৃপক্ষকে জানান।

আরো প্রত্যক্ষদর্শীরা জানান, ফাটলের উপর দিয়েই ট্রেন চলাচল করছে। তবে দুপুরের দিকে ফাটলটির মেরামত কাজ শুরু হয়। মাধনগর স্টেশন মাস্টার আব্দুল আওয়াল জানান, সকাল ৬টা ৩৫ মিনিটে খবরটি পেয়ে সান্তাহার স্টেশন মাষ্টারকে অবহিত করা হয়। পরে মেরামত টিম বরেন্দ্র ট্রেনে পৌঁছে কাজ শুরু করে।

তিনি বলেন, বিকেল-সন্ধ্যার মধ্যেই মেরামত কাজ শেষ হবে।

তিনি আরো জানান, অতিরিক্ত শীতে লোহা সংকুচিত হওয়ায় প্রায় প্রতি বছরই এমন ফাটল দেখা যায়।

এদিকে সান্তাহার স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার সান্তাহার থেকে মাধনগর পর্যন্ত আরো অনেক স্থানে ফাটল দেখা গেছে এবং মেরামত কাজ চলছে। তবে এ সকল ফাটলে ট্রেন চলাচলে বড় ধরণের কোনো বিঘ্ন ঘটে না।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
লাওসের জ্বালানি রুট বন্ধ করে দিলো থাইল্যান্ড বাবাকে হয়তো আর কখনো দেখতে পাবো না : ইমরান খানের দুই ছেলে জ্ঞানের শক্তিকে সততার সাথে ব্যবহার করতে হবে – শিক্ষা উপদেষ্টা বিএনপি ক্ষমতায় গেলে অস্বচ্ছল পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : মিল্লাত জীবনের ভালো মন্দ নিয়ে খোলামেলা জেনিফার যে দেশে লোক পাঠাতে যাই, প্রথম কথা তোমাদের কাগজপত্র সব জাল : প্রধান উপদেষ্টা ইতালিতে গেলে গর্বে বুকটা ফুলে ওঠে, কিচেন স্টাফরা সবাই বাংলাদেশি : প্রধান উপদেষ্টা মিয়ানমারে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২৩ চোরাকারবারি আটক সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ আটক-১৬ জেলে শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা?