রংপুর-৩ শূন্য হওয়া আসনে উপ-নির্বাচন ৫ অক্টোবর

ঢাকা প্রতিনিধি: জাতীয় পার্টি’র চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপ-নির্বাচনের ভোট গ্রহণ ৫ অক্টোবর। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৯ সেপ্টেম্বর, যাছাই-বাছাই ১১ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে কমিশনের মিডিয়া সেন্টারে এ তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।

নির্বাচন কমিশন অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেন, ‘রংপুর শূন্য- ৩ আসনে নির্বাচনে মনোনয়ন দাখিলের তারিখ।

মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১১ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৬ সেপ্টেম্বর। ভোট গ্রহণের তারিখ ৫ অক্টোবর। এবারের এই নির্বাচনে প্রত্যেকটি কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএম এর মাধ্যমে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: ফারুক আহম্মেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.