বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় ২০২৫-২৬ এর আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রোববার (০৭ ডিসেম্বর) উপজেলা উপজেলা সদর ভবানীগঞ্জ এলএসডি গোডাউনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব ইসলাম ধান ও চাল সংগ্রহ অভিযানের কার্যক্রম উদ্বোধন করেন।
স্থানীয় কৃষকদের মধ্য থেকে ৪২ মেট্রিক টন ধান ও ৬৫ মেট্রিক টন চাল সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা নবী নওয়াজেস আমীন, ওসি এলএসডি মকদুবুল হক বিশ্বাস, সহকারী উপ খাদ্য পরিদর্শক হারুন অর রশিদ, কর্মচারী আবুল কালাম সরদার, কৃষক প্রতিনিধি রিয়াদ, লেবার সরদার ইদ্রিস আলীসহ কৃষক ও মিল মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিবদ্ধ কৃষক ও মিলারদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। বিগত ১৭ নভেম্বর থেকে সারাদেশে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু হলেও সংশ্লিষ্ট কৃষক ও মিল মালিকদের সাথে চুক্তি সম্পন্ন শেষ না হওয়ায় যথাসময়ে উদ্বোধন সম্ভব হয়নি। ফলে গতকাল দুপুরে ২০২৫-২৬ এর আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়।
এবারে চাল উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম গোডাউনে নেয়া চালগুলোর মান পরীক্ষা করে দেখেন। একই ভাবে ধানের আদ্রতা নির্ণায়ক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করেন। এবারের চালের মান ভালো দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা খাদ্য কর্মকর্তা নবী নওয়াজেস আমীন জানান, এবছর কৃষকদের কাছে সরাসরি ৩৯ টাকা কেজি ধরে ৪২ মেট্রিক টন ধান ও ৫০ টাকা দরে ৬৫ মেট্রিক টন সিদ্ধ চাল সংগহ্র করা হবে। চাল সংগ্রহের জন্য সংশ্লিষ্ট মিলারদের সাথে চুক্তি সম্পন্ন করা হয়েছে। এ অভিযান আগামী ২৮ ফেব্রæয়ারী পর্যন্ত এ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বাগমারা প্রতিনিধি মো: আফাজ্জল হোসেন / রাজশাহী। #















