BTC News | বিটিসি নিউজ

আজ- শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ- ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চরণদ্বীপ দরবারের ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন

চরণদ্বীপ দরবারের ওরশ শরীফের প্রস্তুতি সভা সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো: বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফের প্রাণপুরুষ কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.) এর ১৩৪তম মহান বেলায়ত ও বেলাদত বার্ষিকী ওরশ শরীফের প্রস্তুতি সভা ও গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অধিবেশন চরণদ্বীপ দরবার শরীফে ৫ ডিসেম্বর জুমাবার অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওলাদে চরণদ্বীপ (ক.) সাজ্জাদানশীন-এ দরবার হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুক (ম.)। বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ কমান্ডারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে চরণদ্বীপি (ক.) হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.), শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.), আকতার উদ্দিন তালুকদার, আলহাজ্ব জাহাঙ্গীর আলম প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা ইসহাক আনসারী।

উক্ত সভায় গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ আনোয়ারা চট্টগ্রাম মহানগর শাখা, রাঙ্গামাটি শাখা, আনোয়ারা শাখা, সীতাকুণ্ড শাখা, মোহরা শাখা, পাঠানপাড়া শাখা, ফকিরাখালী শাখা, উত্তর পাড়া শাখাসহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহন করেন ৷

এতে দরবারের অসংখ্য আশেক ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে দরবারের সাজ্জাদানশীন হুজুর গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির নব গঠিত পরিষদ ঘোষনা করেন এবং ওরশ শরীফের সফলতা ও দেশ-জাতির কল্যান কামনা করে দু’আ ও মুনাজাত পরিচালনা করেন।

উল্লেখ্য, প্রতিবছর ৭ই মাঘ, ২১শে জানুয়ারি চরণদ্বীপ দরবার শরীফে বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা – উপজেলা থেকে লাখো ভক্তের সমাগম ঘটে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে নিহত-৭, আহত-১১ মিয়ানমারে পাচারকালে সিমেন্টবোঝাই ৩ ট্রলার জব্দ সহ আটক-৩০ জলবায়ু পরিবর্তনে নারীর উদ্ভাবনী উদ্যোগেই ঘুরে দাঁড়াচ্ছে পরিবার-অর্থনীতি : পরিবেশ উপদেষ্টা ব্রেড শাকশুকার রেসিপি মোরেলগঞ্জে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত বাগমারায় বিনামূল্যে চক্ষু শিবিরে চক্ষু চিকিৎসা ও অপারেশন উদ্বোধন উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা সহ ৩ জনকে কুপিয়ে জখম রাজশাহীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল গণতন্ত্রের মানষকন্যা বেগম জিয়া এখন বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন : মিনু