চট্টগ্রাম ব্যুরো: বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফের প্রাণপুরুষ কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.) এর ১৩৪তম মহান বেলায়ত ও বেলাদত বার্ষিকী ওরশ শরীফের প্রস্তুতি সভা ও গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল অধিবেশন চরণদ্বীপ দরবার শরীফে ৫ ডিসেম্বর জুমাবার অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওলাদে চরণদ্বীপ (ক.) সাজ্জাদানশীন-এ দরবার হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুক (ম.)। বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ কমান্ডারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে চরণদ্বীপি (ক.) হযরতুল আল্লামা শাহজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.), শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.), আকতার উদ্দিন তালুকদার, আলহাজ্ব জাহাঙ্গীর আলম প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা ইসহাক আনসারী।
উক্ত সভায় গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ আনোয়ারা চট্টগ্রাম মহানগর শাখা, রাঙ্গামাটি শাখা, আনোয়ারা শাখা, সীতাকুণ্ড শাখা, মোহরা শাখা, পাঠানপাড়া শাখা, ফকিরাখালী শাখা, উত্তর পাড়া শাখাসহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহন করেন ৷
এতে দরবারের অসংখ্য আশেক ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে দরবারের সাজ্জাদানশীন হুজুর গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির নব গঠিত পরিষদ ঘোষনা করেন এবং ওরশ শরীফের সফলতা ও দেশ-জাতির কল্যান কামনা করে দু’আ ও মুনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, প্রতিবছর ৭ই মাঘ, ২১শে জানুয়ারি চরণদ্বীপ দরবার শরীফে বার্ষিক ওরশ শরিফ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা – উপজেলা থেকে লাখো ভক্তের সমাগম ঘটে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

















