জলঢাকায় শহীদ মতি মাস্টার স্মৃতি সংরক্ষণ পরিষদের কমিটি গঠন

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ  ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় নীলফামারীর জলঢাকায় পাক হানাদারদের নির্যাতনে প্রথম শহীদ মতি মাষ্টারের শহীদ ও মুক্তিযোদ্ধা খেতাব পুনরুদ্ধারের জন্য “শহীদ মতি মাষ্টার স্মৃতি সংরক্ষণ পরিষদ” এর কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সন্ধায় শহীদ মিনার পাদদেশে সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতি ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড কাউন্সিলের আহবায়ক আসাদুজ্জামান স্টালিনকে আহবায়ক ও উপজেলা জাসদের সাধারন সম্পাদক সাংবাদিক হাসিবুল ইসলাম মিতুকে সদস্য সচিব এবং ভাইস প্রিন্সিপাল রেজাউল আক্তার রুবেল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক প্রভাষক লিটন কর্মকার, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল কবির মুকুল মাস্টারকে যুগ্ম আহবায়ক করে “শহীদ মতি মাষ্টার স্মৃতি সংরক্ষন পরিষদ” এর নতুন কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য সাদ্দাম হোসেন পাভেল, উক্ত অনুষ্ঠানের উদ্যোক্তা বিশিষ্ট উপন্যাসিক হুমায়ুন কবীর হিমু ,উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, জাসদ নেতা মজিবর রহমান, মিরগঞ্জ ইউনিয়ন আ’লীগ নেতা মানিক, সাবেক ছাত্রলীগের সভাপতি সারোয়ার রশীদ, যুবলীগ নেতা (কাঠালী) আব্দুর রাজ্জাক বসুনিয়া, নিরঞ্জন রায় রঞ্জু প্রমুখ।

কমিটি গঠনের সময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের যুব সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, বর্তমান ও সাবেক ছাত্রনেতাসহ সাধারন মানুষ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা হাসানুর রহমান চৌধুরী রাজীব।

সভায় শহীদ মতি মাস্টারকে অবিলম্বে মুক্তিযোদ্ধার স্বীকৃতি, নির্যাতনের স্বাক্ষী ঐতিহাসিক জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তেতুল তলাকে “মতি চত্বর” ঘোষনা ও তার হত্যাকাণ্ডে পাকিস্তানী হানাদারদের সহযোগীতাকারী এদেশীয় দোসরদের বিচারের দাবী জানানো হয়।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি এরশাদ আলম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.