চট্টগ্রাম ব্যুরো: ‘গণতন্ত্রের মা’ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রাম নগরের হামজারবাগ হযরত হামজা শাহ (রহঃ) জামে মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এশার নামাজের পর চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী ও কেন্দ্রীয় বিদুৎ শ্রমিক নেতা নজরুল ইসলাম মিয়াজীর উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী, মুসল্লীরা অংশ নেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় শ্রমিক দল নেতা মিয়াজী বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের ভুল চিকিৎসার ফলে আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারিরীক রোগপ্রতিরোধ ক্ষমতা হারিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ‘
তিনি যেন লন্ডন থেকে উন্নত চিকিৎসা নিয়ে সুস্হ হয়ে দেশবাসীর কাছে ফিরে আসে সকলের কাছে দোয়া ও প্রার্থনা করার আহবান জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান। #

















